বাংলা হান্ট ডেস্ক: সিনেমা (Cinema) দেখতে পছন্দ করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। সিনেমা যেমন বিনোদনের একটি মাধ্যম হয়ে ওঠে ঠিক তেমনি সিনেমার মাধ্যমে ফুটে ওঠে বাস্তব জীবনের চিত্রও। তবে, বিভিন্ন জন বিভিন্ন ধরণের সিনেমা দেখতে পছন্দ করেন। কেউ পছন্দ করেন থ্রিলার, আবার কেউ পছন্দ করেন আবেগপ্রবণ করে ফেলা পারিবারিক ছবি। অনেকে আবার প্রিয় নায়কদের প্রতিটি সিনেমাকেই উপভোগ করেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা জানাবো ভারতের (India) শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কন্যা ইশা আম্বানির (Isha Ambani) পছন্দের বলিউড নায়কের বিষয়ে। সম্প্রতি ইশা (Isha Ambani) এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি নিজের পছন্দের ছবি এবং গানের বিষয়ে ভোগ ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কন্যা ইশা। সেখানেই তিনি তাঁর পছন্দের বলিউড নায়কের বিষয়টিও উপস্থাপিত করেছেন। ইশা জানিয়েছেন যে, তিনি যে সিনেমাগুলি দেখেন সেগুলির ক্ষেত্রে যেটা সবথেকে প্রধান বিষয় হয়ে দাঁড়ায় তা হল শাহরুখ খানের উপস্থিতি। মূলত, শাহরুখের ছবির ফ্যান হলেন ইশা।
ইশা জানিয়েছেন, বলিউডের যেসমস্ত সিনেমা তাঁর আবেগের সঞ্চার করতে পারে সেগুলিই তিনি দেখেন। পাশাপাশি, তাঁর পছন্দের সিনেমার মধ্যে “কুছ কুছ হোতা হ্যায়” থেকে শুরু করে “কাভি খুশি কাভি গম” এবং “কাল হো না হো”-র মতো সিনেমাগুলি রয়েছে। আর প্রতিটি সিনেমাতেই অভিনয় করেছেন শাহরুখ খান। এদিকে, এই সিনেমাগুলির মধ্যে “কুছ কুছ হোতা হ্যায়” এবং” কাভি খুশি কাভি গম”-এর পরিচালক হলেন করণ জোহর। পাশাপাশি, “কাল হো না হো” পরিচালনা করেছেন নিখিল আদবানী।
আরও পড়ুন: এক থাপ্পড়েই হলেন বদলি! কঙ্গনাকে চড় মারা CISF কনস্টেবলের হল ট্রান্সফার, পাঠানো হল কোথায়?
এদিকে, ইশা তাঁর প্রিয় সিনেমার পাশাপাশি তিনি কোন ধরণের গান পছন্দ করেন সেই বিষয়টিও উপস্থাপিত করেন। ইশা জানান, তাঁর পছন্দ হল “গো-টু কারাওকে গান”। প্রিয় গানের প্রসঙ্গে জানাতে গিয়ে তিনি এটাও বলেন যে, “আমি করণ জোহর এবং তাঁর ধর্মা প্রোডাকশনের বড় ভক্ত। তাই তাঁর যে যেকোনও ছবির গান আমি উচ্চ স্বরে প্রায়শই গেয়ে থাকি।”
আরও পড়ুন: Bajaj করে দেখাল কামাল! ভারতে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম CNG বাইক, চমকে দেবে ফিচার্স
এছাড়াও, আইভিএফ-এর মাধ্যমে তাঁর যমজ সন্তান আদ্যাশক্তি এবং কৃষ্ণের জন্মের বিষয়ে কথা বলার পাশাপাশি ইশা পাপারাৎজিদের বিষয়েও কথা বলেন। এদিকে, তিনি কিভাবে তাঁর “মি-টাইম” অতিবাহিত করেন সেই বিষয়টিও জানান। ইশা বলেন, “আমি নিজের মতো থাকি। বাড়িতে বসে বসে ইনস্টাগ্রামও স্ক্রোল করি।” এছাড়াও, তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি যদি একটি সুপার পাওয়ার পেতে চান সেক্ষেত্রে তিনি কি চাইবেন? এর উত্তরে ইশা জানান, তিনি অদৃশ্য হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে চান।