গেট আ লাইফ! ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্কে চর্চা নিয়ে নিন্দুকদের কড়া বার্তা ইশার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক নিমেষে আবারো চর্চায় উঠে এসেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) এবং ইশা সাহা (Ishaa Saha)। অভিনেতার আসন্ন ছবি ‘হত‍্যাপুরী’র প্রিমিয়ারে গিয়েছিলেন ইশা। সেখান থেকেই শুরু জল্পনা। ইন্দ্রনীল ইশার সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা অব‍্যাহত। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এক সংবাদ মাধ‍্যমের কাছে ক্ষোভ উগরে দিয়ে ইশা বলেন, টলিউডের একটি ছবির প্রিমিয়ারে গিয়েছেন। তা নিয়েও এত কথা! অভিনেত্রীর পালটা প্রশ্ন, দেব মিঠুন চক্রবর্তীর আসন্ন ছবি ‘প্রজাপতি’র প্রিমিয়ারেও যাবেন তিনি। তখনো তাহলে এভাবেই কথা উঠবে তো? সেই সঙ্গে নিন্দুকদের প্রতি তাঁর বার্তা, ‘গেট আ লাইফ’!

ishaa indraneil
আগামীকাল ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ইন্দ্রনীল অভিনীত ‘হত‍্যাপুরী’। এই প্রথম ফেলুদা হয়ে বড়পর্দায় ধরা দিচ্ছেন তিনি। বাঙালি দর্শক উচ্ছ্বসিত নতুন ফেলুদাকে পেয়ে। প্রিয়া সিনেমা হলে হত‍্যাপুরীর প্রিমিয়ারে সবার নজর কেড়ে নিলেন ইশা। সাদা কালোয় ক‍্যাজুয়াল পোশাকে দেখা মিলল অভিনেত্রীর। পর্দার ফেলুদা বাস্তবেও সেজেছিলেন খাঁটি বাঙালি লুকে। ইন্দ্রনীলের ছবি হলেও যাবতীয় লাইমলাইট ছিল ইশার উপরেই।

গুঞ্জন শোনা গিয়েছিল, ‘তরুলতার ভূত’নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল। বিপরীতে ছিলেন ইশা। শোনা যায়, ছবির সেটে দুজনের ঘনিষ্ঠতা চোখে পড়েছিল অনেকেরই। কিন্তু তখন কেউ পাত্তা দেয়নি তেমন। বেশ কয়েক মাস আগেই সোশ‍্যাল মিডিয়ায় একে অপরের পরের সঙ্গে ছবি দেওয়া বন্ধ করে দেন ইন্দ্রনীল ও বরখা।

এই বিষয়ে তখন ইশা বলেছিলেন, অনেকে বলে নায়িকা হওয়া ও গুজব রটা নাকি একটা ‘প‍্যাকেজ’। আগে এই ধরনের গুজব রটলে মন খারাপ হত। এখনো হয় তবে অনেকটাই সয়ে গিয়েছে বলে জানান ইশা। তাঁর পরিবারে তিনিই প্রথম যিনি অভিনয় জগতে এসেছেন। তাই এই ধরনের গুজব তাঁর আত্মীয় স্বজনের কানে গেলে তারা কী ভাববেন সেই চিন্তাই ভাবায় ইশাকে। গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন ইন্দ্রনীলও। তিনি তখন বলেছিলেন তাঁদের দাম্পত‍্য জীবনে কোনো ফাটলই ধরেনি।

সম্পর্কিত খবর

X