বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে টিআরপি তালিকার বেশ ভাল জায়গায় রয়েছে ‘গৌরী এলো’ (Gouri Elo)। এক বছর হল শুরু হয়েছে জি বাংলার এই সিরিয়াল। ইতিমধ্যে চ্যানেল টপারও হয়েছে এই মেগা। এখন অবশ্য সেই তকমা হাতছাড়া হলেও টিআরপি মন্দ উঠছে না। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে থাকে গৌরী এলো। নতুন নতুন টুইস্ট দিয়ে দর্শকদের জমিয়ে রেখেছেন নির্মাতারা।
শহরের ডাক্তার ঈশান ঘোষাল এবং গ্রামের সাদাসিধে মেয়ে গৌরী, এই দুই নায়ক নায়িকাকে নিয়েই সিরিয়ালের গল্প। প্রথম থেকেই অতিলৌকিক এবং ভক্তির মিশেলে এগিয়েছে গল্প। মাঝে অবশ্য এসেছে কমেডি, রোম্যান্স এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনিও। সব মিলিয়ে এই সিরিয়ালেই সব রকম স্বাদ পাচ্ছেন দর্শকরা।
কিন্তু অতিলৌকিক কাহিনির জন্য মাঝেমধ্যে কিছু কিছু বিষয়ে যুক্তির অভাব ভালোই টের পান দর্শকরা। আবার সম্প্রতি পারিবারিক সিরিয়ালে নায়ক নায়িকার খুল্লমখুল্লা অন্তরঙ্গ দৃশ্য দেখিয়েও রোষের মুখে পড়েছিল সিরিয়াল নির্মাতারা। মহাদেবের অংশ ঈশান এবং দেবীর অংশ গৌরীর মহা মিলনে খসে গিয়েছে ঘোমটা কালীর ঘোমটা। ঘোষাল বাড়ির সকলেই নিশ্চিত হয়ে গিয়েছে যে গৌরী ঈশানই দেবী এবং মহাদেবের অংশ। আর শৈল মা আসলে একজন সাধারণ মানুষ।
আর এই উপলব্ধি হতেই আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন শৈল মা। ঈশান গৌরীকে খুঁজে বের করে তাদের মেরে ফেলার নতুন ষড়যন্ত্র করেন তিনি। সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, ঈশানের বলি দিতে ব্যর্থ হওয়া সাধু আবারো ফিরে এসেছেন তাদের চরম ক্ষতি করবে বলে। আর তাতে সে সফলও হয়।
গৌরীর চোখের সামনেই ঈশানকে ধাক্কা মেরে ফেলে দেয় সে পাহাড়ের উপর থেকে। সিরিয়ালে দেখানো হয়, ডাক্তার ঈশান ঘোষালের মৃত্যু হয়েছে। কিন্তু এই পর্ব অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে দর্শকদের মনে। ঈশান যদি মহাদেবের অংশই হবে, তাহলে এক দুষ্ট সাধুর হাতে সে প্রাণ হারায় কীভাবে? দ্বিতীয়ত, সত্যিই যদি ঈশানের মৃত্যু হয়ে থাকে তবে নায়ককে ছাড়াই কি সিরিয়াল এগোবে? আরো একটি প্রশ্ন উঁকি দিচ্ছে দর্শকদের মনে, গৌরী এলো কি শেষের পথে?
কমেন্ট বক্সে অবশ্য নানা জনে নানান কথা বলছেন। কারোর মতে, হিন্দু ধর্ম নিয়ে ছেলেখেলা করা হচ্ছে এই সিরিয়ালে। অযৌক্তিক সব জিনিসপত্র দেখানো হচ্ছে টিআরপির লোভে। এমনকি কয়েকজন সিরিয়ালটি বন্ধ করার দাবিও তুলেছেন।