তৃতীয় T-20 ম্যাচের আগে দুঃসংবাদ, মাথায় বাউন্সার লেগে হাসপাতালে ভর্তি ভারতের ব্যাটসম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশেষ কিছু করতে পারেননি ভারতীয় ওপেনার ঈশান কিষান। গত ম্যাচে দুরন্ত ব্যাটিং করার পর ১৫ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করে আউট হন তিনি। ব্যাটিংয়ের সময় চোট পান ঈশান। ম্যাচ চলাকালীন, তিনি লাহিরু কুমারার একটি দ্রুত বাউন্সারের দ্বারাও আঘাত পেয়েছিলেন, যদিও তিনি একটি সেই আঘাতের পরেও ব্যাটিং করেছিলেন, কিন্তু একটি খারাপ শট খেলে তার উইকেট হারান। তারপরে ম্যাচ শেষ হওয়ার পর হাসপাতালে ভর্তি করতে হয়েছে ঈশানকে।

মাথায় বলের আঘাতের জন্য ঈশানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওপেনারকে কাংড়ার ফোর্টিস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ভর্তির পর, তার চোট স্ক্যান করে দেখা হয় এবং পরে সতর্কতা হিসেবে তাকে স্বাভাবিক ওয়ার্ডে ভর্তি করা হয়। কুমারার বাউন্সার ঈশান কিষানের হেলমেটে আঘাত করে, যার কারণে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছিল।

ishan kishan

কাল ভারতীয় ওপেনার ছাড়াও একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল শ্রীলঙ্কান তারকা দিনেশ চান্দিমাললে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চলাকালীন চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে।

ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে চোট পান ইশান কিশান। লাহিরুর ১৪৬ কিলোমিটার গতিতে ধেয়ে আসা দ্রুত বাউন্সার মাথায় আঘাত করার পর হেলমেট খুলে বসে পড়েন ঈশান এবং তারপর ফিজিওকে মাঠে আসতে হয়। এরপর ব্যাট করতে থাকলেও লাহিরুর বলেই আউট হন ঈশান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর