বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের ছন্দ ধরে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রোহিত শর্মারা। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ফলে দুটি টি টোয়েন্টি সিরিজের পরে ভারতীয় দল এই সিরিজেও বড় জয় পেতে মরিয়া। শুরুটাও হলো দুর্দান্তভাবে। ৬২ রানের বিরাট ব্যবধানে আজ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলেন ভুবনেশ্বর কুমাররা।
টসে জিতে আজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। সুনীল গাভাস্কার ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা (লখনউ)-তে অবস্থিত ঘন্টা বাজিয়ে ম্যাচের সূচনা করেন। ভারতীয় দলে বিশ্রাম শেষ করে ফিরেছেন যশপ্রীত বুমরা ও সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। বাকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলা দলটিকেই মোটামুটি ধরে রেখেছিলেন রোহিত শর্মা।
ভারতের হয়ে শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মা এবং ঈশান কিষান। রোহিত শর্মা একদিকটা ধরে রেখেছিলেন অপরদিকে আক্রমণের রাস্তা বেছে নিয়েছিলেন ঈশান কিষান। চন্দ্রদাসা কুমারের বলে রোহিত শর্মা ৪৪ রানে ফিরে গেলেও থামেননি ঈশান। ৫৬ বলে ৮৯ রান করে আউট হন তিনি। তারপর শ্রেয়স আইয়ার ২০০-র ওপর স্ট্রাইক রেট সহ ৫৭ রান করে ভারতকে পৌঁছে দেন ১৯৯ রানের স্কোরে।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বেকায়দায় পড়ে যায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই পাথুম নিশঙ্কা-কে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। এরপরে অপর ওপেনার কামিল রাজাপাকসা-কেও ফিরিয়ে দেন তিনি। এরপর ক্যারিয়াশ্যাম আসালঙ্কা ছাড়া কেউই টিকতে পারেননি ক্রিজে। অর্ধশতরান করেন এই ব্যাটার। শ্রীলঙ্কা ইনিংসের শেষদিকে চালিয়ে ব্যাটিং করে ২১ এবং ২৪ রানের ইনিংস খেলেন করুণারত্নে এবং চামিরা। নয়তো লজ্জা আরও বাড়তে পারতো শ্রীলঙ্কার। ম্যাচে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও ভেঙ্কটেশ আইয়ার। একটি করে উইকেট নেন চাহাল এবং জাদেজা।