বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর সফর যত এগোচ্ছে ততই আরও জমজমাট হয়ে উঠছে ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। শুধু তাই নয়, প্রায় প্রতিটি ম্যাচেই ঘটছে চমকপ্রদ কিছু ঘটনা। এদিকে, গত শনিবার ছিল ২ টি ম্যাচ। যার প্রথমটিতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এমতাবস্থায়, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সম্পন্ন হওয়া এই ম্যাচ দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। কারণ, প্লে অফে যাওয়ার লড়াইয়ের ক্ষেত্রে এই ম্যাচ ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
তবে, শেষ পর্যন্ত ওই হাই স্কোরিং ম্যাচ জিতে যায় দিল্লি। শুধু তাই নয়, দর্শকেরাও সাক্ষী থাকল একটি রোমাঞ্চকর ম্যাচের। এদিকে, মাত্র ১০ রানের ব্যবধানে দিল্লি জিতলেও নিশ্চিতভাবে প্লে-অফের লড়াইতে বাড়তি অক্সিজেন পেল তারা। অপরদিকে, ফের ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ম্যাচ হেরে যাওয়ার পরেও মুম্বাইয়ের জন্য এল আরও একটি খারাপ খবর।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুম্বাই ইন্ডিয়ান্সের কিপার ব্যাটার ঈশান কিষাণ শাস্তির মুখে পড়েছেন। মূলত, IPL-এর কোড অফ কন্ডাক্ট ভাঙার কারণেই তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই IPL কর্তৃপক্ষের তরফে এই বিষয়টি সামনে আনা হয়েছে। শুধু তাই নয়, IPL- এর তরফে একটি বিবৃতি প্রকাশ করার মাধ্যমে এই বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত! রিপোর্ট পেতেই বিষোদ্গার PCB-র
যদিও, ঠিক কি কারণে ঈশানকে শাস্তির মুখে পড়তে হল এই বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে, দিল্লির বিরুদ্ধে চলা ম্যাচে মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন ঈশান। সেখানে ১৪ বলে ২০ রান করে আউট হয়ে যান তিনি। এদিকে, IPL-এর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, “IPL-এর যে কোড অফ কন্ডাক্ট রয়েছে তার অধীনে আর্টিক্যাল ২.২-এর অধীনে লেভেল-১ অফেন্সের (আইন ভাঙার অপরাধ) দায়ে ঈশান পড়েছেন। ঈশানের তরফে এই বিষয়টি নিয়ে ভুল স্বীকার করে নেওয়া হয়েছে। এর পাশাপাশি, ঈশান ম্যাচ রেফারি তাঁর প্রতি যে জরিমানা লাগু করেছেন সেটা মেনেও নিয়েছেন। ম্যাচ রেফারি লেভেল-১ অপরাধের জন্য যে সিদ্ধান্ত নেবেন তা মানতে বাধ্য এবং তাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গন্য করা হবে।”
আরও পড়ুন: জাহিরের চমক! T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলে রাখলেন যশ দয়ালকে, অথচ স্থান পেলেন না এই প্লেয়ার
কি বলা হয়েছে আর্টিক্যালে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আর্টিকেল ২.২-তে বলা রয়েছে যে, স্বাভাবিক ক্রিকেট অ্যাকশনের (অর্থাৎ ম্যাচ চলার সময়ে) বাইরে যেসব অন্য আচরণ রয়েছে যেমন, বিজ্ঞাপনের হোর্ডিংয়ের ক্ষতি করা থেকে শুরু করে উইকেটে লাথি মারা, অথবা বাউন্ডারি দড়ি, সাজঘর অর্থাৎ ড্রেসিংরুমের দরজা, আয়না, জানলা এবং আরো কোনো স্থায়ী আসবাবপত্রের ক্ষতি করা হলে সেক্ষেত্রে ম্যাচ রেফারি ওই সংশ্লিষ্ট ক্রিকেটারকে শাস্তি দিতে পারে। এছাড়াও, ওই আইন অনুযায়ী ক্রিকেট মাঠে বা মাঠের বাইরে থাকা কোনো খেলার সরঞ্জাম অথবা টিম জার্সি কিংবা মাঠের সরঞ্জাম থেকে শুরু করে কোনো স্থায়ী সরঞ্জামের ক্ষতি করলেও রয়েছে শাস্তির বিধান।