চূড়ান্ত অফফর্মে ১৫ কোটি মূল্যের ঈশান কিষান, সোশ্যাল মিডিয়ায় হচ্ছেন ট্রোলের শিকার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের ১৫তম সংস্করণের জন্য কোটি কোটি টাকা খরচ করে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল তারকা বাঁ-হাতি ওপেনার ঈশান কিষানকে। তিনি প্রথম দুটি ম্যাচে দুরন্ত ব্যাটিং করে ভালো শুরুও করেছিলেন। কিন্তু তারপর থেকে তিনি আবারও ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন কারণ তাকে অত্যন্ত জঘন্য ফর্মে দেখা গিয়েছে সাম্প্রতিক ম্যাচগুলিতে।

চলতি মরশুমে তাদের প্রথম জয়ের সন্ধানে, গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১৬৮ রানের লক্ষ্য রাখে লখনউ। লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংস শুরু করেছিল খুবই বাজে ভাবে। যেখানে রোহিত ফর্মে ফিরে আসার কিছু লক্ষণ দেখিয়েছিলেন যখন তিনি দুষ্মন্ত চামিরা এবং অন্যান্য বোলারদের আক্রমণ করেছিলেন। অন্যদিকে, ঈশান কিষান চূড়ান্ত ভাবে হতাশ করেছেন কালকেও।

বাঁ-হাতি ওপেনার ১৯ বলে ৮ রানে ব্যাট করছিলেন যখন তিনি সবচেয়ে উদ্ভট এবং দুর্ভাগ্যজনকভাবে আউট হন। সপ্তম ওভারের প্রথম বলে রবি বিশ্নইয়ের বলে ঈশান কভার অঞ্চলের দিকে বড় শট মারার চেষ্টা করেছিলেন। তখন বলটি তার ব্যাটের নীচের প্রান্ত আঘাত করে এবং দুর্ভাগ্যজনকভাবে ঈশান কিষানের পেছনে দাঁড়ানো উইকেটরক্ষকের জুতোয় বাউন্স করে স্লিপে দাঁড়ানো জেসন হোল্ডারের হাতে চলে যায় এবং আউট হয়ে ফেরেন ঈশান কিষান।

চলতি মরশুমে তার শেষ ৬ ইনিংসে যথাক্রমে ৮(২০), ০(১), ১৩(১৭), ৩(৬), ২৬(২৮), ১৪(২১) রান করেছেন। এদিকে, ঈশান কিশানের খারাপ ব্যাটিং পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা হতাশ হয়ে পড়েছেন। বিভিন্ন ভাবে ট্রোল করা হচ্ছে তাকে। নীচে দুটি নমুনা তুলে ধরা হলো।

সম্পর্কিত খবর

X