গিল বা যশস্বী নন, বিপক্ষের মনে আতঙ্ক ধরানো এই ব্যাটার বিশ্বকাপে ওপেন করবেন রোহিতের সাথে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো-তে সিরিজ নির্ধারণকারি তৃতীয় ওডিআই ম্যাচটি খেলতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আর সেই ম্যাচেও ব্যাটিং করতে নেমে আগের দুই ম্যাচের মতোই আগ্রাসী ব্যাটিং করে অর্ধশতরান করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। যদিও আজও নিজের হাফ সেঞ্চুরিটিকে সেঞ্চুরিতে পরিণত করতে ব্যর্থ হয়েছেন তিনি।

এর আগের ম্যাচেই তিনি পেছনে ফেলে দিয়েছিলেন সচিন টেন্ডুলকারকে। এতদিন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওডিআই ফরম্যাটে ওপেনার হিসেবে প্রথম পাঁচটি ম্যাচ খেলার পর সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ছিল মাস্টার ব্লাস্টারের নামের পাশে। এই ফরম্যাটে ওপেনার হিসেবে প্রথম পাঁচটি ইনিংস খেলার পর সচিনের রান সংখ্যা ছিল ৩২১। ঈশান কিশাণ ভারতীয় দলের হয়ে ১৬ টি ম্যাচ খেললেও মাত্র পাঁচবার তিনি ওপেন করার সুযোগ পেয়েছেন। আর এই পাঁচটি ইনিংসে তার রান সংখ্যা ৩৪৮। ওপেনের হিসেবে ষষ্ঠ ম্যাচে নেমে তিনি ৬৪ বলে ৭৭ রানের একটি ইনিংস খেলেছেন।

ishan 4th 50

এছাড়া আরো একটি বড় কীর্তি নিজের নামের সঙ্গে জুড়ে ফেলেছেন ঈশান। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি একটি তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের প্রতি ম্যাচে অর্ধশতরান করার রেকর্ড করলেন। দ্বিতীয় ভারতীয় উইকেটরক্ষক হিসেবে ধোনির পর এই রেকর্ড করেছেন তিনি।

অনেকেই প্রশ্ন তুলছিলেন যে রোহিত শর্মার সাথে বিশ্বকাপে ওপেন করতে পারবেন কে? শুভমান গিল এই মুহূর্তে একেবারেই ধারাবাহিক নন। আর ঈশান কিষাণ এখন প্রতি ম্যাচেই রান করছেন। তিনি যদি রোহিতের সঙ্গে বিশ্বকাপে ওপেন করেন তাহলে ডান হাতি এবং বাঁ-হাতি ব্যাটারের একটা কম্বিনেশন তৈরি হবে যা প্রতিপক্ষ বোলারদের সমস্যায় ফেলতে পারে। সব মিলিয়ে এখন তাকেই বিশ্বকাপের জন্য ফেভারিট মনে হচ্ছে।

তবে আজ তিনি একা নন তার সঙ্গে সঙ্গে শুভমান গিলও অসাধারণ ব্যাটিং করেছেন। প্রতিবেদনটি লেখার সময় তিনি ৮৫ রান করে আউট হয়েছেন। দুই ওপেনার এর পাশাপাশি আজ আগ্রাসী ব্যাটিং করে ওডিআই কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন সঞ্জু স্যামসন (৫১)।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর