অভিষেকেই চমক, প্রয়াত এই বিশেষ মানুষকে ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ করলেন ঈশান কিষান

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে ঝাড়খণ্ডের তরুণ ব্যাটসম্যান ঈশান কিশান এর। প্রথম ম্যাচে ইংল্যান্ড এর কাছে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে বেশকিছু বদলা আনে ভারত। ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটে আইপিএলের দুই তারকা ক্রিকেটার ঈশান কিশান এবং সূর্য কুমার যাদবের। আর প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন ঈশান কিশান। সেই সাথে তিনি বুঝিয়ে দিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখন থেকেই পুরোপুরি ভাবে প্রস্তুত হয়ে গিয়েছেন। 22 বছরের তরুণ ক্রিকেটার কে দেখে কখনো মনে হয়নি তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন।

ম্যাচ শুরুর আগে এক সাক্ষাৎকারে ঈশান কিশান বলেছিলেন অধিনায়ক চাইলে আমি যেকোনো প্রয়োজনে ব্যাটিং করতে রাজি। সেইসাথে তিনি বলেছিলেন চাপের সময় ব্যাটিং করতে আমার ভালো লাগে অর্থাৎ তিনি যে চাপ নিতে পছন্দ করেন সেটা তিনি আগেই জানিয়েছিলেন। রবিবার ম্যাচে সেই ঘটনায় ঘটলো। শুরুতেই মাত্র শূন্য রানে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যেতে হয় ভারতে ওপেনার কে এল রাহুলকে। যার ফলে চাপে পড়ে যায় ভারত, ধীরে ধীরে ব্যাটিং করে সেই চাপ থেকে ভারতকে বের করে আনেন ঈশান কিষান।

অধিনায়ক বিরাট কোহলি কে সঙ্গে নিয়ে 32 বলে 56 রানের মারকাটারি ইনিংস খেলেন ঈশান কিশান। ঈশানের এই ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার এবং চারটি ছক্কা দিয়ে। এই ইনিংসের সুবাদে অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার পেলেন ঈশান কিশান। আর এই পুরস্কারটি তিনি উৎসর্গ করলেন ছোটবেলার কোচ উত্তম মজুমদারের সদ্যপ্রয়াত বাবার উদ্দেশ্যে।

ম্যাচ শেষে ঈশান কিশান বলেন, “দেশের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই সাফল্য পাবো সেটা কখনো ভাবি নি। আমার ছোটবেলার প্রশিক্ষকের বাবা কয়েকদিন আগেই গত হয়েছেন, তাই এই পুরস্কার তাঁকে উৎসর্গ করলাম।” সেই সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটার এবং প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন ঈশান কিশান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর