T-20 বিশ্বকাপ খেলতে গেলে কোথায় উন্নতি করতে হবে ঈশান কিষানকে? জানালেন এই প্রাক্তন ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল টা তার খুব একটা ভালো যায়নি। ২০২২ আইপিএল নিলামের সবচেয়ে দামি তারকা হয়েছিলেন তিনি। কিন্তু হাতে গোনা কয়েকটা ম্যাচ বাদে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বাকি সব ম্যাচেই ওপেনার হিসাবে ব্যর্থ হয়েছিলেন ঈশান কিষান। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স চিন্তা বাড়িয়েছিল ভক্তদের। কারণ সকলেই জানেন রোহিত শর্মা কিংবা লোকেশ রাহুলের মধ্যে কারোর চোট থাকলে ঈশান কিষানই আসন্ন বিশ্বকাপে ওপেন করার জন্য ফেভারিট তারকা।

তবে আইপিএলের খারাপ ফর্মের জের কাটিয়ে উঠেছেন ঈশান। রোহিত এবং রাহুলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেই অর্ধশতরান পেয়েছেন বাঁ-হাতি ওপেনার। এই ফর্ম ধরে রাখতে পারলে টি টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গা কেউ ছিনিয়ে নিতে পারবে না।

শুরুটা একটু জড়তার সাথে করলেও পরে ১১ টি চার ও ৩টি ছক্কা সহযোগে ৪৮ বলে ৭৬ রান করেন তিনি যা ছিল প্রথম একদিনের ম্যাচের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। যদিও তাতে লাভ কিছু হয়নি। কারণ ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ৫ বল বাকি থাকতেই পৌঁছে গিয়েছিলেন ডেভিড মিলাররা।

aakash chopra 1

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া জানিয়েছেন যে ঈশান কিষান নিজেকে বিশ্বকাপের দলে দেখতে চাইলে তাকে ধারাবাহিক হতে হবে। তিনি বলেছেন, “হ্যাঁ ও ভালো ইনিংস খেলেছে, কিন্তু ওকে আরও অনেক বেশি ধারাবাহিক ভাবে ভালো স্টার্ট গুলোকে বড় রানে পরিবর্তন করতে হবে। বিশ্বকাপের এখনও কিছুটা দেরি আছে। ওর কালকের পারফরম্যান্সটাকে হিমশৈলর চুঁড়া বলা যেতে পারে। বিশ্বকাপে খেলতে হলে ওকে পর্বতপ্রমাণ পারফরম্যান্স করে দেখাতে হবে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর