বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও এই মুহূর্তে অ্যাডভান্টেজ ভারত। প্রথমে ব্যাট করে ইনিংসের শেষ দিকে রিশভ পন্থ এবং ভেঙ্কটেশ আইয়ারের ক্যামিওতে ভর করে বোর্ডে ১৮৫ রান তুলেছে ভারত।
আজকে ভারতের বড় রানের ভিত গড়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এবং টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একেবারেই ফর্মে ছিলেন না বিরাট। সেই ব্যাড প্যাচ কাটিয়ে আজ রানে ফিরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতের ওপেনারদ্বয় দ্রুত ফিরে গেলে ৪১ বলে ৫২ রান করে মিডল অর্ডারের জন্য একটা প্ল্যাটফর্ম সেট করে দেন। এরপর রিশভ পন্থ ২৮ বলে ৫২ এবং ভেঙ্কটেশ আইয়ার ১৮ বলে ৩৩ রান করে ভারতকে বড় রানে পৌঁছে দেন।
কিন্তু ব্যাট হাতে আজ ফের একবার হতাশ করেছেন ঈশান কিষান। গত ম্যাচে ১০০-র নীচে স্ট্রাইক রেটে ৩৫ রান করে আউট হয়েছেন। এই ম্যাচে তিনি আউট হয়েছেন ১০ বলে ২ রান করে। কিছুদিন আগে আইপিএল অকশনে তাকে ঢাক ঢোল পিটিয়ে বিশাল অংকের টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু তারপর থেকে প্রত্যাশার চাপ সামলে পারফরম্যান্স করতে ব্যর্থ তিনি। প্রসঙ্গত মুম্বাই ইন্ডিয়ান্স দলে তার অধিনায়ক রোহিত শর্মাও আজ ব্যর্থ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার পর আজ ১৮ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি।
ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও ভালো নয়। মাত্র ৯ রানের ব্যক্তিগত স্কোরে ফিরে গেছেন। পাওয়ার প্লে-এর শেষে তাদের স্কোর ১ উইকেট হারিয়ে ৪১।