”যে কোন পজিশনে ব্যাটিং করতে রাজি” অধিনায়ক কোহলিকে হুংকার দিলেন ঈশান কিশান

বাংলা হান্ট ডেস্কঃ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ইংল্যান্ড এর কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আট উইকেটে হারতে হয়েছে ভারতীয় দলকে। শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর তাই এবার তরুণ ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান জানালেন তিনি প্রথম একাদশে খেলার জন্য তৈরি। শুধু তৈরিই নয়, যে কোন পজিশনে ব্যাটিং করতে রাজি আছে বলেও জানিয়েছেন তিনি।

এক সংবাদ সংস্থাকে ঈশান কিশান জানিয়েছেন, ” এই মুহূর্তে ভারতীয় দলে যে মানের ক্রিকেটার রয়েছে তাতে জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নেওয়া খুবই কঠিন। আমার কোন জায়গাতেই ব্যাট করতে আপত্তি নেই, আমি যেকোনো জায়গায় ব্যাট করতে রাজি। এখনো পর্যন্ত ক্যারিয়ারের শুরু থেকে হয় প্রথম দিকে নয়তো মাঝখানে ব্যাটিং করেছি। দল চাইলে আমি যেকোন পজিশনে ব্যাটিং করতে রাজি। সেই সঙ্গে প্রয়োজন পড়লে গত ম্যাচে শ্রেয়স আইয়ারের মত চাপ নিতেও রাজি আছি বলে জানিয়েছেন ঈশান কিষান।

n261605920305979826bb8537e1d78dc6de464511b3a8ceefd914bd6c76f898090641d7353

এছাড়া ঈশান কিষান বলেন, “ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে এবং ভারতীয় এ দলের হয়ে চাপের মুখে ব্যাটিং করেছি। আমি চাপের মুখে ব্যাটিং করতে ভালোবাসি, তাই নিজেকে সেই ভাবেই তৈরি করেছি। এছাড়াও ঈশানের আইপিএলের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসাও শোনা গিয়েছে তার মুখে। ঈশান বলেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেকে এবং নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করা রোহিতের কাছেই শিখেছি। ওনার মত শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার।”
অর্থাৎ ঈশান কিষানের বক্তব্য “আমি যেকোনো জায়গায় ব্যাটিং করতে রাজি” এর মধ্যে তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আমাকে যেখানে খুশি ব্যাটিং করাও, আমি রান করে দেখাবো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর