বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চারদিন আগেই ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গে নিজের জন্মদিন পালন করেছেন ঈশান কিষান (Ishan Kishan)। তখন অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রশ্ন করা হয়েছিল যে তারা দলের উইকেট রক্ষককে কোনও উপহার দিচ্ছেন কিনা। জবাবের রোহিত বলেছিলেন, “ঈশানের কাছে সবই আছে। ওর উচিত একটা শতরান করে আমাদের উপহার দেওয়া।” এদিন বিরাট কোহলির (Virat Kohli) জায়গায় তাকে চার নম্বরে পাঠানো হলে শতরান না হলেও রিশভ পন্থের (Rishabh Pant) ঢঙয়ে মারকাটারি ব্যাটিং করে মাত্র ৩৩ বলে টেস্ট ক্রিকেটে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন ঈশান!
অনেকেই দাবি করেছেন যে ড্রেসিংরুমে বিরাট কোহলি তৈরি ছিলেন ব্যাটিং করতে নামার জন্য। কিন্তু রোহিত শর্মা কঠিন সিদ্ধান্ত নেন এবং কোহলির জায়গায় দ্রুত রান তোলার উদ্দেশ্যে টেস্ট ক্রিকেটে এই নবাগত উইকেটরক্ষককে ব্যাটিং করতে পাঠিয়ে দেন। অনেকের মতে ২০১৮ সালের রোহিত শর্মার বদলে নিজের পছন্দের লোকের রাহুলকে দলে নিয়ে যে কাজ করেছিলেন বিরাট কোহলি, এদিন তাকে ব্যাট করতে না পাঠিয়ে সেই ঘটনারই বদলা নিলেন ঈশান।
৩০ রানের ব্যক্তিগত স্কোরে ব্যাটিং করতে থাকা অবস্থায় ঈশান কিশান একবার ব্যাট পরিবর্তন করে একটি নতুন ব্যাট হাতে নেন। তার সেই ব্যাটে খোদাই করা ছিল রিশভ পন্থের নামের আদ্যক্ষর। আর সেই ব্যাট হাতে রিশভ পন্থের ঢঙয়েই এক হাতে ছক্কা মেরে নিজের ইনিংসের ৩৩ তম বলে অর্ধশতরান পূরণ করেছিলেন তিনি। এই মুহূর্তে গাড়ি দুর্ঘটনার শিকার পন্থ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমী-তে নিজের ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টায় ব্যস্ত। তিনিও এই ছবি দেখলে খুশিই হবেন।
জাহির খান এই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যেভাবে ঈশান আউট হয়েছিলেন, সেই বিষয়টির সমালোচনা করেছিলেন। অতিরিক্ত টি-টোয়েন্টি ক্রিকেট খেলে কোন বল ছাড়া উচিত সেই বিষয়ে ধারণা হারিয়ে ফেলেছে এখনকার ক্রিকেটাররা, এমনটা দাবি করেছিলেন কিংবদন্তি পেসার। তাকে ভুল প্রমাণ করতে না পারলেও নিজের ঢঙয়ে ব্যাটিং করেই হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন ঈশান।
এদিন ব্যাট হাতে শুভমান গিল ৩৭ পরে ২৯ রান করে অপরাজিত থাকেন। রোহিত শর্মা ৪৪ বলে ৫৭ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন। টানা তিনটি ম্যাচে অর্ধশতরানের গন্ডি অতিক্রম করলেন হিটম্যান। ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্য রাখা ভারত। চতুর্থ দিনের শেষে অশ্বিন ২ উইকেট তুলে নিলেও ৭৬ রান করেছে ক্যারিবিয়ানরা।