নিলামে বিশাল দাম পাবে এই ভারতীয় উইকেটরক্ষক, বড় ভবিষ্যৎবাণী হরভজনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল মেগা নিলাম শুরু হয়ে গিয়েছে। মেগা নিলামে সারা বিশ্বের ৫৯০ জন খেলোয়াড় বিড হচ্ছে। আজ নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে থাকবেন সেটাই দেখা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে, অভিজ্ঞ স্পিন বোলার হরভজন সিং ভবিষ্যদ্বাণী করেছেন আগামীকাল মেগা নিলামে কোন খেলোয়াড় সবচেয়ে দামি বিক্রেতা হতে চলেছে।

ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষানের প্রশংসা করেছেন। অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন যে অনেক দল তাকে আইপিএল নিলামে নিতে মাঠে নামবে। কারণ হিসাবে বলেছেন এই তরুণ ক্রিকেটার তার দুর্দান্ত ব্যাটিং দিয়ে যে কোনও ম্যাচ জিতিয়ে দিতে পারেন। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার টি-টোয়েন্টিতে ১৩০-এর বেশি স্ট্রাইক রেট রয়েছে।

   

IMG 20211101 134005

হরভজন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন, ‘এটা কঠিন হবে, কারণ নিলামে ঈশান কিষানের জন্য অনেক দল যাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দল অবশ্যই তাকে পেতে চাইবে। তিনি আরও বলেন, ‘আমি কিষাণের ভক্ত। তার সামর্থ্য অনুযায়ী যে কোনো দিনে সে ৩০ বলে ৭০-৮০ রান করতে পারে এবং তার দলের হয়ে ম্যাচ জিততে পারে। আগামী দিনে সে অনেক বড় খেলোয়াড় হয়ে উঠবে।

ইতিমধ্যেই আইপিএল নিলাম শুরু হয়ে গিয়েছে। কেকেআর নিজেদের দলে কামিন্স এবং শ্রেয়সের মতো দুজন তারকাকে নিয়ে নিয়েছেন। পাঞ্জাব দলে গিয়েছেন শিখর ধাওয়ান এবং কাগিসো রাবাদা। রাজস্থান দলে নিয়েছে রবি অশ্বিন এবং ট্রেন্ট বোল্ট-কে। নতুন দল গুজরাট টাইটান্স দলে নিয়েছে অভিজ্ঞ পেসার মহম্মদ শামি-কে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর