বড় সিদ্ধান্ত নিলো BCCI, পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের ওপেনিং পার্টনার হচ্ছেন না এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপে (2023 Asia Cup) আগামীকাল অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। বৃষ্টি যদি বিঘ্ন না ঘটায়, তাহলে আগামীকাল পাকিস্তান বনাম ভারত (India vs Pakistan) দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব। চার বছর পর ওডিআই ফরম্যাটে একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই দল। কিন্তু তার আগে নেপালের বিরুদ্ধে পাকিস্তানের পারফরম‍্যান্স দেখে ভারতীয় দল কিছুটা চাপে থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

ওপেনিংয়ে অপশন:
রোহিত শর্মাকে কাল ওপেন করছেন সে সম্পর্কে সকলেই নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে যে তার সঙ্গে জুড়িদার হিসাবে কে থাকবে? ভারতের হাতে দুটি অপশন রয়েছে এই মুহূর্তে। যদি রোহিত নিজের অভ্যাস বদলাতে না চান তাহলে তিনি নামবেন শুভমান গিলকে নিয়ে। আর যদি তিনি ওপেনিংয়ে ডান হাতি ও বাঁ-হাতি কম্বিনেশন চান তাহলে তার হাতে রয়েছে ঈশান কিষাণ।

ভেতরের খবর:
সূত্র মারফত একটি খবর পাওয়া গিয়েছে যা শুনলে অনেকেই আশ্চর্য হবেন। রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় এশিয়া কাপের প্রথম ম্যাচে কোনও পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে চান না। এতদিন ধরে তারা যে ওপেনিং কম্বিনেশন ব্যবহার করে এসেছেন অর্থাৎ রোহিত শর্মা ও শুভমান গিলই আগামীকাল ওপেন করতে নামবেন যদি ম্যাচ আরম্ভ করা যায়।

আরও পড়ুন: নিজের হাতে ধরে তৈরি করেছিলেন কোহলি! এখন রোহিত শর্মাকে বিশ্বকাপ জেতাবেন এই ৩ ক্রিকেটার

ঈশান কি থাকবেন:
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এটাও জানা যাচ্ছে যে ঈশান কিষাণ আগামীকাল একাদশে থাকবেন কারণ তিনি অসাধারণ ফর্মে রয়েছেন। পরিস্থিতি অনুযায়ী তিনি যে কোনও জায়গায় ব্যাটিং করতে পারেন। তাকে নিয়ে কয়েকটা অপশন আলাদা করে ভেবে রাখছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতাই এখন তাদের শক্তি! এশিয়া কাপে নামার আগে চিন্তায় রোহিতরা

সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর