বাংলা হান্ট ডেস্কঃ টি টোয়েন্টি সিরিজে এসেছে দাপুটে জয়। এবার ভারতীয় দলের লক্ষ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়। কানপুরে ২৫ নভেম্বর সকাল ৯ টা বেজে ৩০ মিনিটে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ভারতের তরফ থেকে আসন্ন টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক তারকা-কে। ফলে তরুণ বা তুলনামূলক কম সুযোগ পাওয়া ক্রিকেটাররা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন এই সিরিজে। কিন্তু এই ব্যাপারটাই বিপদে ফেলে দিতে পারে ভারতের এক সিনিয়র ক্রিকেটার-কে।
এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হলেন ইশান্ত শর্মা। ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তার ডেবিউ হয়েছিল। তার পরের মাসেই খুলে গিয়েছিল ওয়ান ডে দলের দরজা। তারপর থেকে মোট ৮০ টি ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। মোট ১১৫ টি ওয়ান ডে উইকেট রয়েছে তার ঝুলিতে। যদিও ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে অর্থাৎ টি টোয়েন্টি-তে দেশের জার্সি গায়ে একেবারেই সফল হতে পারেননি ইশান্ত।
ইশান্ত এখনও ওয়ান ডে থেকে অবসর নেননি। কিন্তু এই মুহূর্তে তিনি অনেক দূরে রয়েছেন ওয়ান ডে দলে সুযোগ পাওয়ার থেকে। শেষবার রঙিন জার্সি পড়ে মাঠে নেমেছিলেন ২০১৬ সালে। এখন টেস্ট ক্রিকেটে নিয়মিত তিনি। এই সিরিজে বুমরা এবং সামি না থাকায় তার ওপর থাকবে অনেক বেশি দায়িত্ব। এই সময় একটা খারাপ পারফরম্যান্সই করলেই তিনি ভবিষ্যতে জায়গা হারাতে পারেন ভারতীয় টেস্ট দলেও।
২৫ শে নভেম্বর থেকে শুরু হতে চলা এই টেস্ট সিরিজ ঈশান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি যে এখনও টেস্ট দলে অপরিহার্য তা প্রমাণ করতে মরিয়া হয়ে থাকবেন ইশান্ত। টেস্ট দলে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর-দের উত্থানের ফলে ভারতীয় দলে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। দলে নিয়মিত থাকার একমাত্র উপায় হলো ধারাবাহিক ভালো পারফরম্যান্স। সেটাই মাঠে নেমে করতে চাইবেন ইশান্ত শর্মা।