BCCI জাতীয় দলে জায়গা দেয় না! বাধ্য হয়ে পেশা বদল করলেন ভারতকে ICC ট্রফি জেতানো এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) শেষ কোনও আইসিসি (ICC) আয়োজিত টুর্নামেন্ট জেতার পর দশ বছর পেরিয়ে গিয়েছে। ২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2013) জিতেছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রথমে ব্যাট করে কিছুটা বেকায়দায় পড়লেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যাচ জিতেছিলেন তারা।

সেদিন ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত পারফরম‍্যান্স করে তিনি তিনি ধোনির হাতে ট্রফি তুলে দিতে পেরেছিলেন। তবে ম্যাচের টার্নিং পয়েন্টে যদি ইশান্ত শর্মা জ্বলে না উঠতেন তাহলে হয়তো ভারতের পক্ষে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হতো না। ওই ম্যাচে ধোনির ভরসার মান রেখেছিলেন এই দীর্ঘদেহী ভারতীয় পেসার।

নিজের প্রথম স্পেলে ইংল্যান্ডের বোলারদের হাতে বেশ ভালোই রান বিলিয়েছিলেন তিনি। এরপর যখন ম্যাচে ইংল্যান্ড জমিয়ে বসেছে এবং জয়ের দিকে এগোচ্ছে তখন ধোনি তাকে আক্রমণে ফেরত এনেছিলেন। ম্যাচ চলাকালীন অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। কারণ তারকা ভারতীয় পেসারকে সেদিন একেবারেই ছন্দে দেখাচ্ছিলো না। কিন্তু ১৮ তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর দুই সেট ব‍্যাটার রবি বোপারা এবং ইয়ন মরগ্যানকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের হাত থেকে জেতা ম্যাচ ছিনিয়ে নেন ইশান্ত।

এরা দু-তিন বছর পর থেকে তিনি শুধুমাত্র টেস্ট ফরম্যাটের বোলার হয়ে দাঁড়ান। তারপর ক্রমে ক্রমে নতুন দশকের শুরুর দিকে তিনি টেস্ট দল থেকেও হারিয়ে যান কারণ রাহুল দ্রাবিড় কোচ হিসেবে তারুণ্যের দিকে মনোযোগ দিতে চেয়েছিলেন। গত আইপিএলে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করলেও তার পক্ষে আর ভারতীয় দলে ফেরা সম্ভব হলে কেউই মনে করছেন না।

Ishant Sharma

এমন অবস্থায় এবার ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যকার হিসেবেই নিজের কেরিয়ার আরম্ভ করতে চলেছেন ইশান্ত শর্মা। ভারতের হয়ে ১০৫ টি টেস্ট, ৮০টি ওডিআই এবং ১৪ টি-টোয়েন্টি খেলা এই তারকা বোলার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে এই কাজ শুরু করতে চলেছেন। জিও সিনেমায় হিন্দি ভাষায় ধারাভাষশোধিতায় দেখা যাবে এই ভারতীয় তারকাকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর