বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মারা। শেষ ম্যাচটি এই মুহূর্তে চলছে যার এমনিতে কোনও গুরুত্ব নেই বললেই চলে। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। এই সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে এবং রোহিতকে টেস্ট দলেরও নতুন স্থায়ী অধিনায়ক করা হয়েছে। কিন্তু একজন খেলোয়াড় এই দলে নির্বাচকরা সুযোগ দেননি। এখন অবসর ছাড়া আর কোনো সুযোগ নেই এই খেলোয়াড়ের সামনে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য যখন ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল, তখন ইশান্ত শর্মার নাম স্কোয়াডে ছিল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ দেওয়া হয়নি ইশান্ত শর্মাকে। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ইশান্তের বাইরে থাকা তার কেরিয়ারের পক্ষে ভালো ইঙ্গিত নয়। কোনও প্রধান বোলার চোট পেলে তবেই তাকে হয়তো সুযোগ দেওয়া হয়। এখন উমেশ যাদব এবং শার্দুল ঠাকুরও তার চেয়ে নির্বাচকদের কাছে বেশি এগিয়ে। এমন পরিস্থিতিতে ক্রমাগত দলের বাইরে থাকার কারণে অবসরও নিতে পারেন এই বোলার।
নির্বাচকরা বর্তমানে পেস বোলিংয়ের ক্ষেত্রে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের ত্রয়ীর উপর সবচেয়ে বেশি নির্ভর করছেন। বুমরা-শামির জুটি দুর্দান্ত। সেইসঙ্গে সিরাজ স্বল্প সুযোগে পারফরম্যান্স দেখিয়ে উমেশ যাদবকে টপকে নিজেকে ভারতীয় দলের তৃতীয় পেসার হিসাবে প্রতিষ্ঠা করে ফেলেছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, রিশভ পন্থ, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেসের উপর নির্ভর করে), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।