‘ও পাশে দাঁড়াতো’, কোহলির পক্ষ নিয়ে পরোক্ষে রোহিতকে আক্রমণ করলেন প্রাক্তন ভারতীয় পেসার!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক মাস ধরে রোহিত শর্মা (Rohit Sharma) ক্রমাগত নিজের অধিনায়কত্বের কারণে সমালোচিত হচ্ছেন? বিরাট কোহলি (Virat Kohli) দায়িত্ব ছাড়ার পর যখন তার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তখন অনেকেরই অনেক আশা ছিল তার ওপর। কিন্তু আপাতত সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হিটম্যান। ঘরের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিততে না পারলে হয়তো অধিনায়কত্ব খোয়াতে হবে তাকে।

রোহিতের ব্যর্থতা:
এখনো অবধি ভারতকে কোন উল্লেখযোগ্য ট্রফি যেটাতে সক্ষম হননি হিটম্যান। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল সব জায়গাতেই শোচনীয়ভাবে হেরে ছিটকে গিয়েছে ভারতীয় দল। এমনকি বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ হারার কলঙ্কও বহন করতে হচ্ছে রোহিতকে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরেছেন হিটম্যান।

recent rohit

ধেয়ে এলো আক্রমণ:
তার এই সাম্প্রতিক ব্যর্থতাগুলির পরে এবার তার বিরুদ্ধে তোপ দেখেছেন প্রাক্তন ভারতীয় পেসার ঈশান্ত শর্মা। একসময় ভারতের নির্ভরযোগ্য অস্ত্র বলে পরিচিত এই পেসার রোহিত জমানায় একেবারেই অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলেন। তিনি অবশ্য নিজের বক্তব্যের রোহিত শর্মার নাম নেননি। কিন্তু এমন কিছু মন্তব্য করেছেন যা থেকে তার মনের কথা বুঝতে অসুবিধা হবে না কারোর।

আরও পড়ুন: এশিয়া কাপের আগে আতঙ্কে BCCI! প্রাণ হাতে করে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কোহলিরা

কোহলির প্রশংসা:
নিশান্ত নিজের সাম্প্রতিক বক্তব্যের কোহলির প্রশংসা করে বলেছেন, “বিরাট কোহলির নেতৃত্বে ফাস্ট বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। সেটা সম্ভব হয়েছিল কারণ বিরাট কোহলি প্রত্যেক বোলার কে বুঝতো এবং তাদের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে পারতো। ও প্রত্যেকের সঙ্গে কথা বলতো এবং তাদের ভূমিকাটা সঠিকভাবে বুঝিয়ে বলতে সক্ষম হতো।”

আরও পড়ুন: কোহলির নাম শুনেই ক্ষেপে উঠলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগে মাথা ব্যাথা বাড়লো BCCI-এর

রোহিতের ভবিষ্যৎ:
রোহিত শর্মা এখনও কোনও SENA দেশে ভারতকে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্টের তার অধিনায়কত্ব করার সুযোগ হয়েছিল কিন্তু চোটের জন্য তিনি ছিটকে যাওয়ায় বুমরা তখন অধিনায়কের দায়িত্ব পালন করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অবশ্য ভারতকে শোচনীয় হারের মুখ দেখতে হয়েছিল রোহিতের নেতৃত্বে। অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎ উজ্জ্বল এমনটা কেউই জোর দিয়ে বলতে পারছেন না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর