খ্যাতির শীর্ষে থাকতেই গায়েব আচমকা, ১০ বছর পর সিরিয়ালে ফিরছেন ‘বাহা’ রণিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় এমন কিছু কিছু সিরিয়াল (Serial) এসেছে যা বছরের পর বছর ধরে মানুষের মনে থেকে গিয়েছে। সিরিয়ালের গল্প, কলাকুশলীদের অভিনয় সবটা মিলিয়ে মিশিয়ে জনপ্রিয়তার চূড়ায় উঠেছে কিছু কিছু ধারাবাহিক। এমনই একটি সিরিয়াল ছিল ‘ইষ্টি কুটুম’। বাংলার চিরকালীন ‘আইকনিক’ ধারাবাহিকের মাঝে জায়গা করে নিয়েছিল সিরিয়ালটি (Serial)। আর এই সিরিয়ালের হাত ধরেই লাইমলাইটে উঠে এসেছিলেন অভিনেত্রী রণিতা দাস।

ছোটপর্দায় (Serial) কামব্যাক করতে চলেছেন রণিতা?

‘বাহামণি’, একটা সময় এই নামটা কাঁপিয়েছে বাংলার টেলিভিশন জগৎ। বাহামণির স্টাইলে কথা বলা থেকে শুরু করে বাজার কাঁপিয়েছিল ‘বাহা শাড়ি’। ঋষি কৌশিকের বিপরীতে রণিতার অভিনয় দর্শক টেনেছিল হু হু করে। কিন্তু মাঝপথেই সিরিয়াল (Serial) ছাড়েন রণিতা। এমনকি তারপর থেকে আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। তবে এবার গুঞ্জন বলছে, আবারও সিরিয়ালে ফিরছেন দর্শকদের প্রিয় ‘বাহা’।

Ishti kutum fame ranieeta dash reportedly returning to serial

নতুন সিরিয়াল নিয়ে এগিয়েছে কথাবার্তা: টেলিপাড়ার অন্দরে গুঞ্জন, নতুন সিরিয়াল (Serial) নিয়ে খুব শীঘ্রই টেলিভিশনে ফিরছেন রণিতা। আবারও মুখ্য চরিত্রেই দেখা যাবে তাঁকে। এর মধ্যেই নাকি কথাবার্তা হয়ে গিয়েছে নতুন সিরিয়াল (Serial) নিয়ে। তবে সইসাবুদ পর্ব বাকি। এও শোনা যাচ্ছে, নিজের পুরনো চ্যানেল স্টার জলসাতেই ফিরবেন রণিতা। যদিও এ খবরে এখনও পর্যন্ত চূড়ান্ত শিলমোহর পড়েনি। রণিতাও কুলুপ এঁটেছেন মুখে।

আরো পড়ুন : পদক্ষেপ আরো কড়া, মাহিরা-হানিয়া সহ একগুচ্ছ পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ ভারতে

প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল ইষ্টি কুটুম: প্রসঙ্গত, রণিতার ছোটপর্দার সফর শুরু ‘ধন্যি মেয়ে’ সিরিয়ালের (Serial) হাত ধরে। প্রথম ধারাবাহিকেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন তিনি। তবে তাঁর কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেয় ইষ্টি কুটুম। আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল সিরিয়ালটি (Serial)। তবে এত বিপুল খ্যাতি সত্ত্বেও মাঝপথে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান রণিতা।

আরো পড়ুন : গরমের ছুটির মাঝেও চলবে ক্লাস! বিজ্ঞপ্তি জারি করে বড় ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

এ বিষয়ে অভিনেত্রী তখন বলেছিলেন, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ওজন বেড়ে গিয়েছিল, শিরদাঁড়ায় এতই যন্ত্রণা হত যে দাঁড়িয়ে শুটিংও করতে পারতেন না তিনি। তাই বাধ্য হয়েছিলেন সিরিয়াল থেকে বেরিয়ে যেতে। এরপর টেলিভিশনে একটি রিয়েলিটি শো পরিচালনা ছাড়া আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। পরবর্তীতে সিনেমা এবং ওয়েব সিরিজে মন দেন রণিতা। নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X