বাংলাহান্ট ডেস্কঃ ৬৩ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat)। এতো বছরের কর্মজীবনে প্রচুর অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জঙ্গি অপারেশন থেকে শুরু করে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, সবেতেই তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই মানুষটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশ জুড়েই।
এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সুধীর সাওয়ান্ত (sudhir sawant) এক দাবি করেছেন, যা শুনে কিছুটা উত্তেজনা ছড়িয়েছে জাতীয় স্তরে। তাঁর দাবি, ‘LTTE -র কারসাজিতে তামিলনাড়ুতে সিডিএস হেলিকপ্টারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। এই দলে প্রচুর মানুষ রয়েছে এবং এরা বোমা বানানোর দিক থেকে ভীষণ দক্ষ’।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সুধীর সাওয়ান্ত বলেন, ‘যে স্থানে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে, সেই এলাকাটা ছিল LTTE -র শক্ত ঘাঁটি। সেখানকার কিছু সাধারণ মানুষও আবার তাঁদেরই সমর্থক। আর এই হেলিকপ্টারটিতে যেভাবে দুর্ঘটনা ঘটে, তার সঙ্গে LTTE-র শৈলীর অনেক মিল রয়েছে। অনেক দিন ধরেই ভারতের সেনাবাহিনীর উপর তাঁরা ক্ষিপ্ত রয়েছে। এটা হতেই পারে পাকিস্তানি গোয়ান্দা সংস্থা ISI এবং LTTE মিলিতভাবে এই কপ্টার দুর্ঘটনা ঘটিয়েছে’।
LTTE-র বিষয়ে ব্রিগেডিয়ার সুধীর সাওয়ান্ত বলেন, ‘LTTE-র কাছে নানাধরনের আধুনিক মানের অস্ত্র শস্ত্র রয়েছে। আর এরা বোমা তৈরির দিক থেকে দক্ষ। এরাই প্রথম মানব বোমা বানিয়েছিল। হেলিকপ্টারে বোমা স্থাপন অসম্ভব হলেও, এটা ভেতরের কোন কাজও হতে পারে। যেভাবে কপ্টারটিতে দুর্ঘটনা ঘটেছে, তা LTTE-র দুজন সদস্যই করে ফেলতে পারে, ওদের বড় ক্যাডারেরও প্রয়োজন নেই’।