পাঞ্জাবে কংগ্রেসের রাজনৈতিক অস্থিরতার কারণে শক্তি বৃদ্ধি করেছে ISI ও পাকিস্তান: কপিল সিব্বল

বাংলাহান্ট ডেস্কঃ পাঞ্জাবের (punjab) রাজনৈতিক অস্থিরতার মধ্যে কংগ্রেসের (Congress) অন্তর্কলহকে দায়ী করলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল (Kapil Sibal)। তাঁর মতে, পাঞ্জাবের এই রাজনৈতিক সমস্যার কারণে আইএসআই ও পাকিস্তানই বেশি সুবিধা পাবে। যার ফলে আতঙ্কবাদের হাত আরও বেশি শক্ত হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিষয়ে কংগ্রেসের অন্তর্কলহকে দায়ী করে কংগ্রেস নেতা কপিল সিব্বল জানিয়েছেন, ‘দলের মধ্যে কোনও স্থায়ী সভাপতি না থাকার কারণেই, কংগ্রেসের অন্দরে এই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই মুহূর্তে কোন স্থায়ী সভাপতি না থাকায়, জানি না কে এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে’।

তিনি বলেন, ‘নিজেদের মধ্যেকার একতা বজায় রাখতে হবে কংগ্রেসকে। আর তা না করতে পারলে, সীমান্ত এলাকায় আইআইআই ও পাকিস্তানের পক্ষেই পাল্লা ভারী হবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের এই সমস্যার কারণেই দলের মধ্যে কিন্তু বিভেদের সৃষ্টি হচ্ছে। কেন পুরনো সদস্যরা দল ছাড়ছেন? সমস্যাটা কোথায় সেটা ভালো করে আগে দেখা উচিৎ। যারা নেতৃত্বদের ঘনিষ্ঠ ছিলেন, দেখা যাচ্ছে তারাই এখন দল ছেড়ে চলে যাচ্ছে। আর যারা ঘনিষ্ঠ নন, তাঁরা কিন্তু এখন দলে রয়েছে গেছেন’।

কপিল সিব্বল আরও বলেন, ‘পাঞ্জাবের ইতিহাস আমরা জানি। চরমপন্থা কীভাবে সেখানে মাথা তুলে দাঁড়িয়েছে, সেটাও জানা আছে। তবে এখন দলে স্থায়ী সভাপতি না থাকায় দলের সিদ্ধান্ত কে নিচ্ছে, সেটাই বুঝতে পারছি না। আর দলের এই রাজনৈতিক অস্থিরতার কারণেই, আইআইআই ও পাকিস্তান বেশি শক্তিশালী হয়ে উঠছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর