Pakistan: মুখ খুললেই বিপদ, পাকিস্তানের সিন্ধু প্রদেশে শতাধিক মানুষকে ‘গুম’ করে দিচ্ছে ISI, কারণ কী?

বাংলাহান্ট ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের (United Nations) মানবাধিকার কাউন্সিলের ৫২তম অধিবেশনে পাকিস্তান সরকার ও আইএসআই-কে (ISI) কাঠগড়ায় দাঁড় করালেন এক সিন্ধি সমাজকর্মী। তাঁর অভিযোগ, গত ৭৫ বছর ধরে সিন্ধু প্রদেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিচ্ছে পাক সরকার। জে সিন্ধ মুট্টাহিদা মাহাজ নামক এক সংগঠনের প্রতিনিধি সাজ্জাদ শার এই অভিযোগ করেছেন। 

সিন্ধু প্রদেশকে গত ৭৫ বছর ধরে উপনিবেশ হিসেবে ব্যবহার করছে সরকার। এমনই অভিযোগ করেছেন ওই সমাজকর্মী। সিন্ধি ওই সমাজকর্মীর অভিযোগ,  গত ৭৫ বছর ধরে সেখানকার মানুষের সমস্ত অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁদের জমি, সংস্কৃতি, ভাষা এবং রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। 

sindhis

তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান সরকার সিন্ধু প্রদেশের অর্থনৈতিক সম্পদ, খনিজ সম্পদ ও জাতীয় সম্পদ লুট করছে। তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে গুপ্তচর সংস্থা আইএসআই। ওই প্রদেশের একাধিক সাংবাদিক, লেখক, কবি এবং মানবাধিকার কর্মীকেই নাকি ‘গায়েব’ করে দেওয়া হয়েছে। যাতে তাঁরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারেন। 

এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ওই সমাজকর্মী। তাঁর দাবি, সিন্ধু প্রদেশের মানুষের সমস্যার দিকে অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। কারণ সেখানে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। যা সেখানকার সাধারণ মানুষের জন্য খুবই চিন্তাদায়ক। তাঁর অভিযোগ, সিন্ধিদের অবস্থা আরও খারাপ হচ্ছে। প্রতিনিয়ত তাঁদের নানা রকম ভাবে হেনস্থা করছে সরকার। 

একইসঙ্গে পাক সরকারকে ঔপনিবেশিক সরকার বলেও আক্রমণ করেছেন সাজ্জাদ। তিনি আরও বলেন, প্রতিবাদ করার দায়ে বেশ কিছু রাজনৈতিক কর্মী আজ আইএসআই-এর জেলে বন্দি। এমনকী, অনেক সময়েই রাজনৈতিক কর্মীদের মৃতদেহ পাওয়া গিয়েছে সিন্ধু প্রদেশে। তাঁর অভিযোগ, আইএসআই তাঁদের খুন করে ক্ষতবিক্ষত মৃতদেহ ফেলে দিচ্ছে। এমনকী কিছু সমাজকর্মীকে জীবন্ত পুড়িয়েও মেরে ফেলা হয়েছে। সাজ্জাদ এ দিন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সিন্ধু প্রদেশের মানুষের মানবাধিকার ফেরানোর ব্যবস্থা করার অনুরোধ করেছেন। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর