আফগানিস্তানে বিদ্রোহীদের হাতে মৃত পাকিস্তানের ISI এজেন্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এটাতে কোনও সন্দেহ নেই যে আফগানিস্তানে যা হচ্ছে, তাতে পাকিস্তানি সেনা, সরকার আর তাঁদের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই-র হাত আছে। আর এটা শুধু অভিযোগই না, সময় সময়ে অনেক প্রমাণও মিলেছে। যদিও পাকিস্তান গুড বয় সেজে আফগানিস্তানে কোনোরকম দখলদারিতে নেই বলেই জানিয়েছে।

আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, তালিবান শাসিত আফগানিস্তানে ISI-র এক এজেন্টের মৃত্যু হয়েছে। মৃত ISI এজেন্টের বাবা একটি ভিডিও বার্তার মাধ্যমে এই কথা জানিয়েছেন। মৃত ISI এজেন্টের নাম ফৈজ বলে জানা গিয়েছে। পাক এজেন্টের বাবা জানিয়েছেন, ফৈজ তালিবানের জন্য আফগানিস্তানে গোয়েন্দাগিরি করত।

জানা গিয়েছে যে, তালিবানের সামনে আত্মসমর্পণ না করা আফগান স্পেশ্যাল ফোর্সের হাতে ফৈজ কুনার প্রান্তে মারা গিয়েছে।

উর্দিতে ছেলের মৃত্যুর ছবি দেখিয়ে আইএসআই এজেন্টের বাবার একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে এজেন্টের বাবা তাঁর ছেলের আফগানিস্তানে ছেলের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে তাঁর উপর গর্ব হচ্ছে বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ছেলের মৃত্যুতে আমার কোন দুঃখ নেই।

X