বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) প্রবেশ করেছে ISIS (Islamic State of Iraq and the Levant) জঙ্গিরা। করোনার সময়কালের সুযোগ নিয়ে খোদ ভারতেই ঘাটি গেড়েছে এবার ভয়ঙ্কর সন্ত্রাসবাহিনী ISIS জঙ্গি। মূলত ভারতের দক্ষিণ ভাগকে টার্গেট করে, সেখানেই নিজেদের জাল বিস্তার করছে তারা।
কাশ্মীরের পর এবার ভারতের দক্ষিণ ভাগ
রাষ্ট্রসংঘের এক রিপোর্ট থেকে জানা যায়, কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি হওয়ায়, তারা এবার ভারতের দক্ষিণভাগকে টার্গেট করছে ISIS জঙ্গিরা। সেখানকার যুব সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসের বীজ ঢুকিয়ে দিচ্ছে। মে মাসের রিপোর্ট অনুসারে, আলকায়দার একটি জঙ্গি সংঠনে প্রায় ১৫০-২০০ জন জঙ্গি যোগদান করেছে।
কাজ চলছে আফগানিস্তান থেকে
রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে তালিবান জঙ্গিদের সামনে রেখে, আড়াল থেকে কলকাঠি নাড়াচ্ছে আল কায়দা সংগঠন। সুদূর আফগানিস্তানে বসে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের যুবকদের নিজেদের শিক্ষায় শিক্ষিত করে ভারতে হামলার ছক কষছে।
যুব সমাজকে টার্গেট করছে ISIS জঙ্গি
রিপোর্ট আরও জানিয়েছে, ভারতের কেরল এবং কর্ণাটকে ঘাপটি মেরে বসে আসছে এই জঙ্গি গোষ্ঠী। সেখানকার যুব সম্প্রদায়কে উস্কে নিজেদের দলে টানার চেষ্টা করেছে। যুব সমাজের মধ্যে হিংসার বিষ ছড়িয়ে দিয়ে, সন্ত্রাসের প্রশিক্ষণ দিচ্ছে। রাষ্ট্রসংঘের Analytical Support and Sanctions Monitoring Team-এর ২৬ তম রিপোর্টে এমনটাই বলা হয়েছে।
অনলাইনে চলছে ট্রেনিং ক্লাসও
কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (ISIS) অনলাইনে উপমহাদেশ থেকে যুবক যুবতীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংগঠন। কিভাবে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া যায়, কিভাবে সন্ত্রাস ছড়ানো যায় এইসব বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে।