বিরাট পদক্ষেপ আদানির! মেলালেন ISKCON-এর সাথে হাত, প্রতিদিন ১ লক্ষ পুণ্যার্থী পাবেন প্রসাদ

বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা। বিগত কয়েক মাস ধরে এই মেলার জন্য প্রস্তুতি চলছে। যেটি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুমান করা হচ্ছে যে, এবারে এই মেলাতে ৪০ কোটি পুণ্যার্থী অংশগ্রহণ করতে পারেন। এদিকে, এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) এই মহা কুম্ভে পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ পরিষেবা দিতে চলেছেন। শুধু তাই নয়, এর জন্য ইতিমধ্যে আদানি গ্রুপ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ISKCON)-এর সঙ্গে হাত মিলিয়েছে।

বড় পদক্ষেপ গৌতম আদানির (Gautam Adani):

প্রতিদিন ১ লক্ষ পুণ্যার্থীকে প্রসাদ বিতরণ করবেন গৌতম আদানি: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) প্রয়াগরাজে সম্পন্ন হতে চলে মহাকুম্ভে তাঁর সেবা প্রদানের লক্ষ্যে প্রতিদিন ১ লক্ষ ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করবেন। এজন্য তিনি ইসকনের সাথে হাত মিলিয়েছেন। এদিকে, ভক্তদের মধ্যে বিতরণ করা এই প্রসাদ হাই-টেক সুবিধাযুক্ত ২ টি রান্নাঘরে ২,৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত করবেন। এর পাশাপাশি ১৮,০০০ সাফাই কর্মীও পরিষ্কার-পরিচ্ছন্নের দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে।

ISKCON Big step by Gautam Adani.

প্রসাদের মেনু: ভক্তদের জন্য আদানি গ্রুপের প্রসাদ পরিষেবাতে বিভিন্ন ধরণের খাবার অন্তর্ভুক্ত থাকবে। যেখানে থাকবে রুটি থেকে শুরু করে ডাল, ভাত, বিভিন্ন তরকারি ও মিষ্টি। এই প্রসাদ পাতার তৈরি প্লেটে ভক্তদের পরিবেশন করা হবে।

আরও পড়ুন: জিততেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি! এবার বড় পদক্ষেপের পথে টিম ইন্ডিয়া

এদিকে,  প্রসাদ বিতরণের জন্য ৪০ টি অ্যাসেম্বলি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। যেখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ভক্ত।ও শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: ২২ গজে দাপট দেখালেন KKR তারকা! তুলে নিলেন ১৮ টি উইকেট, IPL-এর আগে বেজায় খুশি অনুরাগীরা

ভক্তরা বিনামূল্যে আরতি সংগ্রহ পাবেন: গৌতম আদানি (Gautam Adani) এই মহাকুম্ভে ভক্তদের বিনামূল্যে আরতি সংগ্রহও বিতরণ করবেন। এর জন্য, গোরখপুর সদর দফতর গীতা প্রেসের সাথে সহযোগিতায়, তিনি আরতি সংগ্রহের প্রায় ১ কোটি কপি ছাপিয়েছেন। এই আরতি সংগ্রহে ভগবান শিব, গণেশ, বিষ্ণু সহ একাধিক দেব-দেবীর আরতি অন্তর্ভুক্ত রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর