একী কাণ্ড! ভক্তদের টাকা নিয়ে উধাও ইসকন কর্মী! তারপরেই যা হল…..

বাংলাহান্ট ডেস্ক : ভক্তদের অনুদানের লাখ লাখ টাকা সহ রশিদের বই নিয়ে চম্পট দিল ইসকন কর্মী। ঘটনাটি ঘটেছে মথুরার ইসকন (ISKCON) মঠে। ঘটনার পিছনে হাত রয়েছে অনুদানের টাকা সংগ্রহকারী এক কর্মীর। ইসকনের (International Society for Krishna Consciousness) মথুরার (Mathura) মঠ সূত্রে জানা গিয়েছে, পলাতক ওই কর্মীর নাম মুরলীধর দাস।

টাকা নিয়ে চম্পট ইসকনের (ISKCON) কর্মী

২৭ ডিসেম্বর শনিবার এই ঘটনাটি সবার সামনে এসেছে বলে জানা গেছে। গত ২৭ ডিসেম্বর মথুরা ইসকনের (ISKCON) প্রধান অর্থ আধিকারিক বিশ্বনাম দাস একটি চুরির অভিযোগ জানিয়েছিলেন বলে জানান মথুরার পুলিশ সুপার অরবিন্দ কুমার। আর সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে মথুরার পুলিশের তরফ থেকে।

আরোও পড়ুন : বড় পদক্ষেপ রেলের! এবার একই ট্রেনে চেপে কামাখ্যা-সহ একাধিক তীর্থস্থান দর্শন, এভাবে কাটুন টিকিট

পরে শুক্রবার গভীর রাতে এফআইআর দায়ের করেন বিশ্বনাম। মুরলীধর দাস অনুদানের টাকা সংগ্রহ করে মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সঙ্গে নিযুক্ত ছিলেন। নির্দিষ্ট সময় পরপর সেই টাকা জমা দিতে মুরলীধর। মুরলীধরের জমা দেওয়া টাকার (Money) সঙ্গে রশিদে থাকা ভক্তদের জমা করা অর্থের হিসাব-নিকাশ করা হতো ইসকন (ISKCON) মঠ কর্তৃপক্ষের তরফে।

Iskon temple employee flees with donation moneyমুরলীধর আসলে কত টাকা নিয়ে পালিয়েছে তা তদন্তের পরেই বোঝা যাবে বলে জানান, মন্দিরের জনসংযোগ আধিকারিক (পিআরও) রবিলোচন দাস। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা নিমাই চাঁদ যাদবের ছেলে মুরলীধর দাস। টাকার পাশাপাশি ওই ব্যক্তি ৩২ পাতার একটি রশিদ বই নিয়ে চম্পট দিয়েছে। ইতিমধ্যেই মুরলীধর দাসকে গ্রেফতার করার জন্য তৎপর পুলিশ। জোর তল্লাশি চলছে। চুরি যাওয়া অর্থ ফেরত পেতে অভিযানে নেমেছে পুলিশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর