‘হর হর শম্ভু’ গেয়ে ধর্মগুরুদের রোষের মুখে মুসলিম তরুণী! দেওবন্দ থেকে জারি হল ফরমান

বাংলাহান্ট ডেস্ক : ভগবান  শিবের ভজন (Song of Lord Shiva) গেয়ে বিখ্যাত হয়েছিলেন তিনি। কিন্তু একবারের জন্যও ভাবেন নি যে এই গানই তার জীবনে বয়ে আনবে ঘোরতর সংকট। শিবের গান গেয়ে বিপাকে উত্তর প্রদেশের মুসলিম তরুণী ইউটিউবার গায়িকা ফরমানি নাজ (Farmani Naaz)। তাঁর ওই গান রীতিমতো ভাইরাল ইউটিউবে (YouTube)। অন্যদিকে সেই গান শুনেই বেজায় ক্ষেপে গেছেন বেশ কিছু মাওলানা। তাঁদের মতে ফরমানি নাজ ইসলাম বিরোধী কাজ করেছেন। ইসলাম ধর্মে নাচগান করা একেবারেই নিষিদ্ধ।

বিতর্ক নিয়ে প্রশ্ন করতেই ওই ইউটিউবার বলেন, ‘শিল্পীর তো কোনও ধর্ম হয় না। যখন আমি গান গাই, তখন সবকিছু ভুলে যাই। এমনকী, মহম্মদ  রফি ও মাস্টার সালিমও অনেক ভক্তিমূলক গান গেয়েছেন। আমার গান গাওয়া নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে তা জানি। তবে আমাদের বাড়িতে এই নিয়ে এখনও কেউ কিছু বলতে আসেননি। আমাকে কোনওরকম হুমকিও দেওয়া হয়নি।’

   

এদিকে দেওবন্দের উলামা মাওলানা মুফতি আসাদ কাসমি বলেন, ‘ইসলামে কোনওরকম নাচ বা গান জায়েজ নয়। নাচগান ইসলামে হারাম। ধর্মীয় আঙ্গিকে নিষিদ্ধ সবকিছু থেকে মুসলিমদের বিরত থাকতে হবে। মুসলিম মহিলাদের গান গাওয়া হারাম। ওই তরুণীর উচিত এই ধরনের হারাম কাজ থেকে বিরত থাকা।’

মুফতি জুলফিকার বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের যেকোনও নাগরিক যেকোনও ধর্মের প্রশংসা করতেই পারেন। তবে বাকিদের ভাবাবেগে সেই প্রশংসা কোনও রকম আঘাত দিচ্ছে কি না, তা খেয়াল রাখা খুবই দরকার। এই নিয়ে কোনও সমস্যা নেই। আমি এখনও পর্যন্ত শুনিনি ভজনটি। যতক্ষণ না ভজনটি শুনছি, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনও রকম বিবৃতি দেব না। তাই এই মুহুর্তে কিছুই বলছি না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর