বাংলা হান্ট ডেস্ক : অদ্ভুত দাবি! ইসলাম নাকি সবচেয়ে পুরনো ধর্ম। শুধু তাই ইসলাম ভারতের বাইর থেকে আসে নি, বরং ভারতেরই ধর্ম। এমনই চাঞ্চল্যকট দাবি করে বসলেন জামিয়ত – উলামায়ে – হিন্দের (Jamiat Ulema E Hind) প্রধান মহমুদ মদনী (Mahmood Madani)। তিনি আরও দাবি করেন, ভারত যতটা নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মোহন ভাগবতের ঠিক ততটাই তাঁরও।
দিল্লির রামলীলা ময়দানে চলছে জামিয়তের সভা। এই সভাতেই বক্তব্য রাখেন জমিয়তের প্রধান মহমুদ মাদনী। তিনি বলেন, ‘ভারত আমাদের দেশ। এই দেশ যতটা নরেন্দ্র মোদি এবং মোহন ভাগবতের ঠিক ততটাই মহমুদেরও। না মহমুদ তাঁদের থেকে এক ইঞ্চি আগে রয়েছে, না তারা মহমুদের থেকে এক ইঞ্চি আগে রয়েছে।’
এদিন মহমুদ আরও দাবি করেন, ‘ভারত হল আল্লাহর প্রথম পয়গম্বর আব্দিল বশর সইদালা আলমের ভূমি। ভারত মুসলমানের প্রথম মাতৃভূমি। মুসলমান ভারতের বাইরে থেকে এসেছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলাম এই দেশেরই ধর্ম। ইসলাম সবচেয়ে পুরনো ধর্ম।’ ভারত হিন্দি ভাষার মুসলমানদের জন্য সবচেয়ে ভালো দেশ বলেই এদিন দাবি করেন মহমুদ মাদনী।
#WATCH | This land is the first homeland of Muslims. Saying that Islam is a religion that came from outside is totally wrong & baseless. Islam is the oldest religion among all religions. India is the best country for Hindi Muslims: Jamiat Ulema-e-Hind Chief Mahmood Madani (10.02) pic.twitter.com/hQ5YQhEeqh
— ANI (@ANI) February 11, 2023
এরই পাশাপাশি মদানী অভিযোগ করে বলেন, ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার অনেক বেড়ে গিয়েছে। তাই এই বিষয়ে আইন তৈরি করা দরকার বলে মনে করেন তিনি। মুসলিমদের বিরুদ্ধে হিংসা ছড়ানো হচ্ছে। এছাড়া বিভিন্ন শক্তি গোটা দেশে ইসলামোফোবিয়াকে উস্কানি দিচ্ছে বলেও মনে করেন জমিয়েত প্রধান।
এদিনের সভা থেকে মহমুদ মদানী দাবি করেন, ‘আজ গোটা দেশ জুড়ে শুধু হিংসা ছড়ানো হচ্ছে। মিথ্যা খবর ছড়ানো হচ্ছে।’ তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দ, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধীর দেশের লোক যদি এই সমস্ত নিয়ে মেতে থাকে তাহলে ভবিষ্যতে দেশের অবস্থা কী হবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মহমুদ।