ইমরানের গ্রেফতারি বৈধ! জানিয়ে দিল IHC, দেশ জুড়ে ধুন্ধুমার, ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

বাংলা হান্ট ডেস্কঃ গতকালই আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। ইমরানের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো জ্বলে উঠেছে পাকিস্তান। জায়গায় জায়গায় শুরু হয় অশান্তি। অন্যদিকে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরানের গ্রেফতারি ইতিমধ্যেই বৈধ জানিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (IHC), যার পর থেকে বিক্ষোভে ফেটে পড়েছেন পিটিআই সমর্থকরা।

পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ধুন্ধুমার শুরু হয় দেশ জুড়ে। অশান্তির আগুন ছড়িয়ে পড়ে সে দেশের লাহোর, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পঞ্জাব প্রদেশ অবধি। ইসলামাবাদে জারি রয়েছে ১৪৪ ধারা। অন্যদিকে, অশান্তির জেরে ফেসবুক, টুইটার ইউটিউবে রাশ টানল শেহবাজ শরিফের সরকার। দেশের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।

গতকাল থেকে আজ পিটিআই কর্মী-সমর্থকদের রোষ ক্রমশই বাড়ছে। শহরে শহরে ছড়িয়ে পড়ে পুলিশের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, পাকিস্তান ছাড়িয়ে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে ভিন দেশেও। লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে বিক্ষোভে সামিল পিটিআই সমর্থকরা।

imran arrested

রাওয়ালপিণ্ডিতে সেনা হেড কোয়ার্টারের ভিতর ঢুকে আগুন ধরিয়ে দেন উত্তপ্ত পিটিআই সমর্থকরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও রাস্তা অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি পেশোয়ারে রেডিও স্টেশনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে যতই সময় গড়াচ্ছে আরও ভয়াবহ রূপ নিচ্ছে গোটা পাকিস্তান।

প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা আগে থেকেই চলছিল। সেই সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের হাইকোর্টে যাচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই সময়ে পাকিস্তানের রেঞ্জারদের হাতে আদালত চত্বর থেকেই গ্রেফতার হন ইমরান। আল কাদির ট্রাস্ট মামলায় তার এই গ্রেফতারি বলে সূত্রের খবর। জানিয়ে রাখি, জমি মামলায় ধৃত ইমরান খানকে বুধবার, ১০ মে দুর্নীতি-দমন আদালতে পেশ করা হবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর