ঈদের ছবি পোস্ট করায় সাংবাদিক রুবিকা লিয়াকতকে বাজে ভাষায় আক্রমণ করলেন ইসলামিক মৌলবাদীরা

বাংলাহান্ট ডেস্কঃ সংবাদ সংস্থা ‘এবিপি’র সঞ্চালিকা রুবিকা লিয়াকত (Rubika Liyaquat) প্রায়শই তাঁর স্পষ্টবাদী মন্তব্যের জেরে ইসলামী মৌলবাদীদের ক্ষোভের শিকার হন। রুবিকা সম্প্রতি ইদ উপলক্ষে তাঁর ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন এবং তাঁকে কেন্দ্র করেই সমালোচনার মুখোমুখী হন তিনি।

রুবিয়ার পোস্ট
রুবিকা লিয়াকত ট্যুইট করে লিখেছেন, ‘ইদ মোবারক এবং হলুদ ট্যুইটার’। তাঁর এই মন্তব্যের পরপরই অনেকে তাঁকে ইদের শুভেচ্ছা যেমন দিয়েছেন, তেমনই মৌলবাদীরা তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। মৌলবাদীরা তাঁর পোস্ট করা এই ছবিটি দেখে আশ্চর্য হয়ে যান।

মৌলবাদীদের সমালোচনা
রুবিয়ার লিখিত পোস্টের পরিপ্রেক্ষিতে আলম নামের এক যুবক বলেন, ”যত তাড়াতাড়ি সম্ভব আপনার আত্মহত্যা করা উচিত। কারণ মোদী এখনও বেঁচে আছে। আপনি মারা গেলে, আপনার আপনার মূর্তি স্থাপন করতে পারবে নাগপুর সদর দফতরে। নাহলে এটি করা সম্ভব হবে না”।

rubika liyaquat image

এরপর একে একে আরও অনেকে রুবিয়াকে আক্রমণ করে তাঁর ট্যুইটের রিপ্লাইও দিতে থাকে। যেমন, সোনু কুরেশি লেখেন, “সমাজে দালালি করার বিষয় নজরে আসার জন্য আল্লাহ ক্ষমা করুন। দালালি করা বন্ধ না করলে, আয়নায় নিজের চেহারা দেখতেও লজ্জা করবে ”। ডার ওয়াসিম লেখেন, ‘আপনার উপর এই হলুদ রঙ ভালো লাগছে। এতে আপনার আকা খুশি হবে’। জাকির খান নামে এক ব্যক্তি রুবিয়ার ট্যুটের জবাবে বলেন, আপনিও ইদ পালন করেন? আপনি তো রক্ত দেখে খুশি হন’।

এছাড়াও আওরঙ্গজেব আলম রুবিকাকে ডাইনাকে বলেও অভিহিত করেন এবং আলী স্যাম তাকে ব্রোকার অ্যাঙ্কর বলতেও ছাড়েননি। এর পাশাপাশি কিছু মৌলবাদী মন্তব্য করছেন, রুবিকা হলুদ রঙের পোশাক কেন পরেছেন? তবে কি জাফরান আপনার পছন্দ? এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও রুবিকাকে বহুবার মৈলবাদীদের প্রশ্নবানের মুখোমুখি হতে হয়েছিল এবং তাঁকে সমালোচনার বেড়া জালেও আটকা পড়তে হয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর