নূপুর শর্মা বিতর্কের জের! আল-কায়েদার পর এবার ভারতে হামলার হুঁশিয়ারি ISIS-র

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর মহম্মদকে নিয়ে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের ফলে বর্তমানেও দেশের বিভিন্ন প্রান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। বহু ইসলামিক দেশগুলি ভারতকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আর এবার এই বিতর্কে যোগ দিলো ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন দ্বারা ভারতজুড়ে হামলা চালানোর হুঁশিয়ারি। সম্প্রতি আল কায়েদার পক্ষ থেকেও একইভাবে ভারতে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয় আর এবার ইসলামিক স্টেট খোরাসানের পক্ষ থেকেও নূপুর শর্মার বক্তব্যকে তুলে ধরে দেওয়া হলো চরম হুঁশিয়ারি।

উল্লেখ্য, আইএস-এর একটি শাখা হলো ইসলামিক স্টেট খোরাসান। প্রধানত উপমহাদেশগুলিতে সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোই তাদের প্রধান উদ্দেশ্য আর সেই ইসলামিক স্টেট খোরাসান সংগঠনের পক্ষ থেকেই এদিন একটি টুইট করে ভারতে বিস্ফোরণ ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখানে প্রধানত দুটি বিষয় তুলে ধরা হয়েছে। এক, সম্প্রতি নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং দুই, ভারতের বুকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর ক্রমাগত অত্যাচার এবং বাড়ি ভাঙচুর।

এই দুই বিষয়কে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে হামলার হুমকি দিয়েছে তারা। বলে রাখা ভাল, সম্প্রতি আল কায়েদা সংগঠনের পক্ষ থেকেও ভারতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ফলে স্বভাবতই দুই জঙ্গি সংগঠনের এই হুঁশিয়ারি দেশের জন্য বেশ চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

nupur bjp

প্রসঙ্গত, প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্য ঘিরে বহুদিন ধরে বিতর্ক দানা বেঁধেছে। নূপুর শর্মাকে দল থেকেও বহিষ্কার করে বিজেপি। তবে তাতেও মেটেনি ক্ষোভ! পরবর্তীতে দেশের একাধিক প্রান্ত যথা উত্তরপ্রদেশ এবং বাংলার বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর-এর মতো একাধিক ঘটনা সামনে আসে। ফলে এই বিক্ষোভ মাঝে  যখন দেশ বিপন্ন হয়ে পড়েছে, সেই পরিস্থিতিতে জঙ্গি সংগঠনের দ্বারা এই হুঁশিয়ারি কেন্দ্র সরকারকে যে চাপে ফেলবে, তা অনস্বীকার্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর