বাংলা হান্ট ডেস্কঃ ভোট পেরোলেও হিংসা অব্যাহত! ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত বাংলা। দিকে দিকে হিংসা-অশান্তির ঘটনা। পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) কেন্দ্র করে প্রাণ গিয়েছে ৫০ জনের। গণতন্ত্রের উৎসবে কেন বইবে রক্ত! এই আদালতের তোপের মুখে পড়ছে রাজ্য, রাজ্য নির্বাচন কমিশন। শাসকদলের বিরুদ্ধে রাস্তায় বিরোধীরা। এবার এই হিংসার ঘটনা নিয়েই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা দিলেন দলেরই প্রবীণ বিধায়ক (TMC MLA)।
ভোটে লাগাতার সন্ত্রাসের জেরে ফের একবার দলেরই বিরুদ্ধে মুখ খুললেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। ভোটের ফলাফল ঘোষণার পর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন বিধায়ক। এরপরই নির্দল সমর্থকদের পাশে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিলেন এই বর্ষীয়ান তৃণমূল নেতা।
ঠিক কী বললেন তিনি? এদিন বিধায়ক আব্দুল করিম বলেন, ‘এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। সরকার কোনও বিল বিধানসভায় আনলে সমর্থনও করব না। নির্দলদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে। এরা তো তৃণমূলেরই লোক ছিল। ভোটও হতে দেবে না, কিছুই করতে দেবে না!’
করিমের নিশানায় দলেরই ব্লক সভাপতি। প্রসঙ্গত এই প্রথম নয়, জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে আব্দুল করিম চৌধুরীর বিবাদ সম্পর্কে সকলে অবগত। একাধিকবার একাধিক ইস্যুতে মাথা চারা দিয়ে উঠেছে এই দুই নেতার সংঘাত। এবারও পঞ্চায়েত হিংসা নিয়ে বিধায়কের নিশানায় কানাইয়ালাল।
প্রসঙ্গত, এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের সময় থেকেই রুদ্রমূর্তি ধারণ করেছেন আব্দুল করিম চৌধুরী। বিধায়কের সমর্থনে তার বেশ কয়েকজন অনুগামী নির্দল হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন। তবে বিধায়কের অভিযোগ, ভোটের পর থেকেই তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হচ্ছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।