বাংলাহান্ট ডেস্কঃ ইট কাঠ পাথরের জঙ্গল ছেড়ে নির্জনে যদি আপনার একটি বাড়ি হত? যেখানে শুধু আপনি একাই থাকতেন? তাহলে বেশ শান্তিময় একটা পরিবেশ হত বলুন! সারাদিনের কাজের পর শান্তির ঘুম, কোথাও কেউ বিরক্ত করার নেই, শুধু আপনি একা।
মানুষ একা থাকতে চাইলেও, তা ক্ষণিকের জন্য, নিজের বসতি ছেড়ে কেউই একা জীবন যাপন করতে চায় না। তবে কিন্তু আইসল্যান্ডের প্রতন্ত দ্বীপ এলিডেতে কেবিন লজ নামে একটি বাড়ি রয়েছে, যেটা জনমানব থেকে বহু দূরে। যেখান থেকে মাইল মাইল দূরে কাউকে দেখা যাচ্ছে না।
প্রথমে অনেকেই অনেক কিছু ভেবেছিলেন এই বাড়ির বিষয়ে। ১৯৩০ সালের পর থেকে এই নির্জন দ্বীপে সম্পূর্ণ একা রয়েছে এই বাড়িটি। অনেকে মনে করতেন ধর্মীয় অভিজাত ব্যক্তির সম্পত্তি এই বাড়ি, আবার কেউ বলতেন কোন অনামী বিলিনিয়ার এই বাড়ি তৈরি করে শুধু রেখেই দিয়েছেন, এখানে আর ফিরবেন না।
আবারও তো অনেকে, এই নির্জন দ্বীপের বাড়িটাকে আইসল্যান্ডের বিখ্যাত গায়িকা বির্জকের বাড়ি বলেও মনে করতেন। তবে এর কোনটাই আদতে সত্য নয়। জানা গিয়েছে, এই নির্জন দ্বীপে একাকী বাড়িটি আদতে একটি লজ, নাম কেবিন নাগ।
প্রথমটায় সেখানে কিছু পরিবার বসবাস করতেন। তাঁরা সেখান থেকে চলে যাওয়ার পর উপলব্ধি করেছিলেন, যে সেখান থেকে প্রচুর পরিমাণে মাছ এবং পাফিন সরবরাহ করা যেতে পারে। আর লোকালয়ও যেহেতু বেশ দূরে তাই জিনিস মজুত রাখতে এই বাড়িটি তাঁরা তৈরি করেন নিজেদের সুবিধার্থে। এককথায় বলতে গেলে কিছুটা ব্যবসা ভিত্তিক এই বাড়িটি। এই বাড়িটিকে আবার ওয়ার্ল্ডস লোনলিয়েস্ট হাউসও বলা হয়।