যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল, আনন্দে মেতে উঠল গাজাবাসী

বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সুরক্ষা পরিষদ গাজা পট্টিতে দীর্ঘ ১১ দিন ধরে চলা অভিযান রোখার জন্য যুদ্ধবিরতির মঞ্জুরি দিয়েছে। ইজরায়েলি মিডিয়ায় বৃহস্পতিবার এই কথা জানায়। মিডিয়ার খবর অনুযায়ী, আমেরিকার তরফ থেকে বারবার চাপ আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নেতানিয়াহুর কার্যালয় এই রিপোর্ট নিয়ে মুখ খোলেনি, আরেকদিক হামাসও এই রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া দেয়নি।

তবে কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হামাসও এই যুদ্ধবিরতিতে সহমত হয়েছে। দুই পক্ষের সহমতি তে ১১ দিন ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘর্ষের অবশেষে অবসান ঘটল। এই ১১ দিনে ইজরায়লের ডজন খানেক মানুষ নিজের প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ইজরায়েলে থাকা এক ভারতীয় নার্সও হামাসের হামালায় প্রাণ হারিয়েছেন। আরেকদিকে, গাজায় ইজরায়েলের হামলায় প্রায় ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

দুই পক্ষের এই সংঘর্ষ বিরতির ঘোষণার পর আপাতত গাজায় উচ্ছ্বাসের আবহাওয়া সৃষ্টি হয়েছে। দেশের সাধারণ মানুষ রাস্তাঘাটে নেমে উৎসব পালন করছে। কারণ দীর্ঘ ১১ দিন ধরে তাঁরা প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটে বেরাচ্ছিল। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর তাঁদের আর কোথাও পালিয়ে বেরাতে হবে না, আর কারোর প্রাণও যাবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর