বাংলা হান্ট ডেস্কঃ করোনা (Corona) মহামারী পরবর্তী সময়ে গোটা বিশ্বে যুদ্ধের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিয়ে চলেছে। কখনো আফগানিস্তান (Afganistan) দখলে তালিবানি হামলা হোক কিংবা ইউক্রেনের (Ukraine) উপর রাশিয়ার বীভৎস আক্রমণ যুদ্ধের পরিস্থিতি ক্রমশই যেন খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে। এর মাঝে গতকাল সিরিয়ার (Syria) বুকে হামলা চালালো ইসরায়েল। আপাতত সিরিয়ার সংবাদ মাধ্যম সূত্রে এ খবর সামনে উঠে আসছে।
গতকাল সিরিয়ার রাজধানীর দামেস্কে হামলার ঘটনায় ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছে। এক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল গভীর রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালায় ইসরায়েল। এদিন সিরিয়ার সংবাদ মাধ্যম সূত্র মারফত এই সংক্রান্ত খবর মিলেছে।
সূত্রের খবর, গতকাল গোলান মালভূমির একটি অংশ থেকে সিরিয়ার ওপর হামলা চালানো হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘরবাড়ি এবং বিল্ডিং ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনজন মানুষের প্রাণ গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো রকম মন্তব্য প্রকাশ করেনি ইসরায়েল। যদিও অতীতে সিরিয়ার ওপর একাধিক হামলার ঘটনা ঘটে এবং প্রতিটি ক্ষেত্রেই ইসরায়েলের ওপর দায়ভার চাপানো হলেও তাদের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া দেওয়া হয় না। অতীতের ধারা বজায় রেখেই গতকাল একইভাবে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দ্বারাই এহেন বীভৎস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সিরিয়ার।
এ ঘটনায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছে সরকার এবং উদ্ধারকার্য শুরু করা সম্ভব হয়েছে বলে খবর। এ ঘটনায় তিন সৈনিকের মৃত্যু হলেও সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।