বাংলা হান্ট ডেস্ক: একদিকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আরেকদিকে বিগত ১৫ মাস ধরে চলছে ইজরায়েল-হামাসের যুদ্ধ (Israel-Hamas War)। এই যুদ্ধে জেলবন্দি হয়েছেন বহু মানুষ। প্রাণ হারিয়েছেন একাধিক সেনারা। যুদ্ধের সূচনা হামাস করলেও, পাল্টা জবাব দিতে ছাড়েনি ইজরায়েল। রাজার রাজার যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে আমজনতারা। সকলের মুখে একটাই দাবি ছিল কবে এই যুদ্ধের ইতি ঘটবে? আর এরই মাঝে শোনা যাচ্ছে যুদ্ধ নিয়ে বিরাট খবর।
ইজরায়েল-হামাসের যুদ্ধের (Israel-Hamas War) অবশেষে ইতি:
এক বছরেরও বেশি সময় ধরে চলা ইজরায়েল-হামাসের যুদ্ধের (Israel-Hamas War) এবার অবসান ঘটতে চলেছে। নতুন বছরেই মুক্তির পথে হাঁটছে ইজরায়েল-হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলি সীমান্ত পেরিয়ে হামলা চালিয়েছিল। আকাশপথ, স্থলপথ আটকে রীতিমত ইজরায়েলকে ধ্বংস স্তূপে পরিণত করার চেষ্টা করে। জানা যায় এই হামলায় ১২০০ জন সাধারণ মানুষ এবং একাধিক সেনা প্রাণ হারান। তবে হামাসের আক্রমণে থেমে থাকেনি ইজরায়েল। পাল্টা জবাব দিয়ে হামাসকে কোণঠাসা করেছে রীতিমত।
হামাসের উপর আক্রমণ ইজরায়েলের: জানা যায় ইজরায়েলের আক্রমণে গাজায় থাকা হামাসের ঘাঁটি রীতিমত ধূলিসাৎ হয়ে যায়। তবে এই আক্রমণের কারণে এখনও পর্যন্ত গাজায় ৪৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এই যুদ্ধের (Israel-Hamas War) আঁচ শুধু ইজরায়েলেই সীমাবদ্ধ ছিল না। গোটা মধ্যপ্রাচ্য গিয়ে পড়ে এই যুদ্ধের আঁচ। অবশেষে এই যুদ্ধে ইতি টানতে চলেছে দুই তরফই।
আরও পড়ুনঃ কনফার্ম খবর! কেন্দ্রের নজরে এই পাঁচ সরকারি ব্যাঙ্ক, নেওয়া হল বড়সড় সিদ্ধান্ত, কী হবে গ্রাহকদের?
ট্রাম্পের হাত ধরে যুদ্ধের ইতির ঘোষণা: জানা যায় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel-Hamas War) বিরতির কথা বলে আসছেন। তবে বারবার এই নিয়ে আলোচনা হলেও ব্যর্থ হয়েছে। অবশেষে ট্রাম্পের হুঁশিয়ারিতে পিছু হটেছে হামাস। ট্রাম্প হুঁশিয়ারি দেন এই যুদ্ধ না থামালে এবং বন্দিদের মুক্তি না দিলে ভয়ঙ্কর পরিণতি হবে। আর তার পরপরই যুদ্ধ অবসানের ঘোষণা।
আরও পড়ুনঃ আদানিকে চাপে ফেলা হিন্ডেনবার্গ রিসার্চ আচমকাই হল বন্ধ! কি জানালেন সংস্থার প্রধান অ্যান্ডারসন?
যদিও এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে, যুদ্ধ থামানোর পাশাপাশি দুই পক্ষই বন্দিদের মুক্তি দেওয়া হবে। হামাসে পণবন্দিরা পাবেন মুক্তি, উল্টোদিকে ইজরায়েলেও জেলবন্দি থাকা প্যালেস্তাইনিদেরও মুক্তি দেওয়া হবে হবে বলে জানা গিয়েছে। আসলে যুদ্ধ থামানোর ক্ষেত্রে নেতানিয়াহুর মূল বাধা তাঁর জোটের তিন শরিক। ওই তিন শরিক যুদ্ধর ইতি চান না। বদলে হামাসকে ধ্বংস করে দেওয়ার সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগাতে চান। তবে এখন এই সমস্ত ধ্বংস যুদ্ধ খেলা বন্ধ হবে ট্রাম্পের হুঁশিয়ারিতে। অবশেষে ইজরায়েল-হামাস যুদ্ধের (Israel-Hamas War) অবসান ঘটতে চলেছে।