‘সন্ত্রাসীদের উৎসর্গ করতে পারেনি’, ভারতের বিরুদ্ধে লজ্জার হারে পাকিস্তানকে তীব্র কটাক্ষ ইজরায়েলের

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানকে অষ্টমবারের জন্য হারাল ভারত (Team India)। ১৯১ রানেই স্বপ্নের দৌড় ভেঙে গিয়েছে বাবর আজমদের (Babar Azam)। মহালয়ার পুণ্যলগ্নে পাক বধ করেছে ভারত। যা নিয়ে নেটদুনিয়া সরগরম। সমস্ত দেশবাসী উচ্ছ্বসিত। তবে শুধু ভারতের অভ্যন্তরেই নয়, ভারতের বাইরের বিভিন্ন মানুষও খুশি এই পাকবধে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে খুশি ইজরায়েল। ভারতে নিযুক্ত ইজরায়েলের (Israel) রাষ্ট্রদূত ভারতকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং পাকিস্তানকে (Pakistan) কটাক্ষ করেছেন।

ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা খুশি ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে (India vs Pakistan) ভারত জিতেছে এবং পাকিস্তান তাদের জয় হামাস (Hamas) সন্ত্রাসীদের উৎসর্গ করতে পারেনি। ভারতীয় বন্ধুরা ম্যাচ চলাকালীন পোস্টার দেখে ইজরায়েলের প্রতি তাদের সংহতি প্রকাশ করেছেন, এ নিয়ে আমরা খুবই আবেগপ্রবণ।’

উল্লেখ্য, এই পোস্টে হামাসের উল্লেখ করা হয়েছে কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরে পাকিস্তানী ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান প্যালেস্তাইনের নাম করেছিলেন। যার জন্য তাঁকে অনেক ট্রোলড হতে হয়েছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে হারের পর সেই নিয়ে মুখ খোলেননি পাকিস্তানের ক্রিকেটাররা।

bumbabar

উল্লেখ্য, শনিবারের ম্যাচও ছিল যেন আত্মসমর্পণের ম্যাচ। গত সাতটি ম্যাচের মতো অষ্টমবারে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল ভারত। অন্যদিকে, টানা আটবার হারের মুখে পড়ল পাকিস্তান। আর এই জয়ের পরেই দেশের বিভিন্ন প্রান্তে কোথাও ঢোল বাজিয়ে, কোথাও রাস্তায় বেরিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ। ভারতে দীপাবলির আগেই যেন দিওয়ালি উদযাপন করলেন তারা। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য ভারতের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ দেশের বিভিন্ন নেতারা।

Monojit

সম্পর্কিত খবর