বাংলা হান্ট ডেস্ক: ১৯৭১ সালে দক্ষিণ এশিয়ায় একটি নতুন দেশের জন্ম হয়। যেটির নাম হল বাংলাদেশ (Bangladesh)। ভারতীয় সেনাবাহিনী (Indian Army) পাকিস্তানি সেনাবাহিনীকে (Pakistani Army) যুদ্ধে পরাজিত করে আত্মসমর্পণ করতে বাধ্য করায় এটি ঘটেছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, পাকিস্তান সেনাবাহিনী মাত্র ১৩ দিনের যুদ্ধের পর আত্মসমর্পণ করে। এরপর পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হিসেবে বিবেচিত হয়। এই যুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা নিয়ে একাধিক দাবি করা হয়েছে। এবার এই প্রসঙ্গে আরেকটি দাবি সামনে এসেছে। যেখানে বলা হয়েছে ওই যুদ্ধে ভারতকে (India) সাহায্য করেছিল ইজরায়েল (Israel)।
উল্লেখ্য যে, এই বছর প্রকাশিত শ্রীনাথ রাঘবনের বই “1971”-এ ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে কিছু নতুন তথ্য সামনে আনা হয়েছে। নয়াদিল্লির নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে রাখা পিএন হাকসারের নথির ভিত্তিতে রাঘবন এই যুদ্ধের লুকোনো দিকগুলিকে প্রকাশ করেছেন। জানিয়ে রাখি যে, পিএন হাকসার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপদেষ্টা ছিলেন। রাঘবন তাঁর নথি নিয়ে গবেষণা করেছেন। যেখানে ভারত সেই সময়ে ইজরায়েলের কাছ থেকে সাহায্য পেয়েছিল বলে জানা গেছে।
ইজরায়েলের কাছ থেকে মিলেছিল হাতিয়ার: রাঘবনের বইতে বলা হয়েছে, ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত ডি এন চ্যাটার্জি ১৯৭১ সালের ৬ জুলাই বিদেশ মন্ত্রকের কাছে একটি নোটের মাধ্যমে ইজরায়েলি হাতিয়ার অর্জনের প্রক্রিয়া শুরু করেছিলেন। এই প্রস্তাবটি ইন্দিরা গান্ধীর কাছে পেশ করার সাথে সাথেই তিনি তা গ্রহণ করেন। এরপর গোয়েন্দা সংস্থা RAW-এর মাধ্যমে ইজরায়েলের কাছ থেকে অস্ত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হয়। নথি অনুযায়ী, ইজরায়েল সেই সময়ে অস্ত্রের ঘাটতির সম্মুখীন হয়েছিল কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেইর ইরানকে হাতিয়ার দেওয়ার পরিবর্তে ভারতকে হাতিয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! জারি হল নয়া নিয়ম, ঘোষণা সংসদের
ওই নথিগুলি থেকে আরও জানা গিয়েছে যে, ইজরায়েলি প্রধানমন্ত্রী সিক্রেট ট্রান্সফার পরিচালনকারী শ্লোমো জাবুলডোভিজের মাধ্যমে হিব্রুতে ইন্দিরা গান্ধীর কাছে একটি নোট পাঠিয়েছিলেন। যেখানে অস্ত্রের বিনিময়ে কূটনৈতিক সম্পর্কের অনুরোধ করা হয়েছিল। কারণ সেই সময়ে ইজরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল না।
আরও পড়ুন: এবার এই মুসলিম দেশে ভিসা ছাড়াই অবাধে প্রবেশ! ক্ষমতা বাড়ল ভারতীয় পাসপোর্টের
প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত ১৯৪৮ সালে ইজরায়েল গঠনের বিপক্ষে ভোট দেয়। ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের ঘটনাতেও ভারত প্যালেস্তাইনকে সমর্থন করত। তবে, সেই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি। এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল ১৯৯২ সালে। তখন নরসিমা রাও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।