বাংলা হান্ট ডেস্ক: ভারতের কাছে কর্মী চেয়ে পাঠালো ইজরায়েল (Israel)। আসলে, ওই দেশের পরিকাঠামো এবং স্বাস্থ্যখাতে উন্নতির প্রয়োজন। আর তাই বিপুল সংখ্যক শ্রমিক পাঠানোর আর্জি জানিয়ে ভারতের কাছে দ্বারস্থ ইজরায়েল। এজন্য কল্পনাতীত পারিশ্রমিক দিতেও রাজি ভারতের এই বন্ধু দেশ। এমনটাই জানিয়েছে ভারতের “ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন”।
বড় পদক্ষেপ ইজরায়েলের (Israel):
এই বিষয়ে এনএসডিসি (NSDC) জানিয়েছে, ভারতের কাছে ১০ হাজার নির্মাণকর্মী এবং ৫ হাজার সেবাকর্মী চেয়ে পাঠিয়েছে ইজরায়েলের (Israel) নেতানিয়াহুর সরকার। তবে ইজরায়েলের এই আর্জি এই প্রথমবার নয়। এর আগেও বছর শুরুর দিকে ভারতকে একই ধরণের অনুরোধ জানানো হয় ইজরায়েলের তরফে।
যদিও এই বিবৃতিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ সূত্র মারফত জানা গিয়েছে, এর আগেও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় কর্মীদের ইজরায়েলে (Israel) নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে কিছু নির্বাচন সঠিক ছিল না। আর এবারও নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই শ্রমিকদের নির্বাচন করা হবে।
আসলে ইজরায়েলে (Israel) ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করা প্যালেস্তাইনের নাগরিকদের ছাঁটাই করেছে নেতানিয়াহুর সরকার। যদিও এর পিছনে রয়েছে দুই দেশের সংঘর্ষ। আর এই সংঘর্ষের কারণে ৯০ হাজারের বেশি প্যালেস্তাইনের শ্রমিককে দেশ থেকে বিতাড়িত করে নেতানিয়াহুর সরকার বলে সূত্রের খবর। সেই জায়গায় ১ লক্ষ ভারতীয় শ্রমিক নিয়োগের পরিকল্পনা করে। যদিও সেই প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে। ভারতীয় বহু শ্রমিক সেখানে গিয়ে কাজও করছেন।
আরও পড়ুন: বাংলাদেশের বাজারদর নিয়ন্ত্রণে বড় ভূমিকা ভারতের! ডিমের পর রপ্তানি হচ্ছে ১২ হাজার টন আলু
আর এবার আগামী সপ্তাহে নির্মাণকারীদের ফের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইজরায়েলের (Israel) জনসংখ্যা, অভিবাসন এবং সীমান্ত কর্তৃপক্ষ পিআইবিএ-র একটি দল আগামী সপ্তাহে ভারত সফরে আসছে। কর্মীদের দক্ষতা পরীক্ষা করবে সেইদল, তারপরই নিয়োগ করা হবে। আরও জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে মহারাষ্ট্রে। এমনকি ওই সেবাকর্মীদের অবশ্যই দশম শ্রেণি পাশ হওয়া চাই এবং কমপক্ষে ৯৯০ ঘণ্টার প্রশিক্ষণ নেওয়া শংসাপত্র থাকতে হবে। তাহলেই আবেদন করতে পারবে বলে জানিয়েছে এনএসডিসি।
আরও পড়ুন: Big Breaking: আর জি কর কাণ্ডে নাটকীয় মোড়! তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ
সেই সূত্রে আরও জানিয়ে রাখি, প্রথম দফায় যাঁরা নির্বাচিত হয়েছিলেন কিংবা আগামী দিনে যাঁরা নির্বাচিত হবেন তাঁদের চিকিৎসা, বিমা, খাবার এবং বাসস্থানের মাসিক খরচ দেওয়ার পাশাপাশি প্রতি মাসে ১.৯২ লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে। সেই সাথে বোনাস হিসেবে পাবে ১৬, ৫১৫ টাকা। অর্থাৎ খাওয়া পড়ায় কোনো কমতি দেওয়া হবে না। বর্তমানে হাজার হাজার ভারতীয় নির্মাণ শ্রমিক সেদেশে কাজ করছেন। আগামী দিনে আরও শ্রমিক এই কাজের সুযোগ পেতে চলেছেন।