ফের যুদ্ধের পরিস্থিতি উৎপন্ন, রকেট হামলার পরেই হামাসের ঘাঁটিতে হানা ইজরায়েলের

বাংলাহান্ট ডেস্কঃ প্রায় ১১ দিন ধরে হামাস ও ইজরায়েলী (israel) সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল ২০২১ সালের মে মাসে। তারপর সবকিছু ঠান্ডা হয়ে গেলেও, ফের উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে একের পর এক রকেট হানার পরই এবার পাল্টা আক্রমণ করল ইজরায়েলি সেনা।

রবিবার ভোরে গাজা (gaza) ভূখণ্ডের দক্ষিণে খান ইউনুসের ভিডিও থেকে দেখা যাচ্ছে, তিনটি বড় বিস্ফোরণের পর উপর দিয়ে ইজরায়েলি যুদ্ধবিমান উড়ে যাচ্ছে। হামাসের একটি রকেট উৎপাদন কেন্দ্র এবং একটি সামরিক পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানা গিয়েছে।

609c4077970d8

ঘটনার বিষয়ে জানা গিয়েছে, প্রায়শই সমুদ্র লক্ষ্য করে রকেট উৎক্ষেপণ এবং ইজরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস জঙ্গিগোষ্ঠী। সেরকমই শনিবার গাজা থেকে দুটো রকেট উৎক্ষেপণ করা হয় শনিবার। আর সেই রকেট দুটো মধ্য ইজরায়েলের ভূমধ্যসাগরীয় এলাকায় গিয়ে পড়ে। যার পরবর্তীতে পাল্টা আক্রমণ করে ইজরায়েলি সেনারা। যার পরবর্তীতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।

প্রসঙ্গত, গতবছর ২০২১ সালের মে মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের অনুগামীদের মধ্যেকার সংঘাতের জেরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রায় ১১ দিন ধরে হামাস ও ইজরায়েলী সেনাবাহিনীর মধ্যেকার যুদ্ধের পরিপ্রেক্ষিতে হামাসের প্রায় ৯০ শতাংশ সামরিক পরিকাঠামোই গুঁড়িয়ে দেয় ইজরায়েলের সেনাবাহিনী। মারা যান ২৫৬ জন প্যালেস্তানী। যার ফলে কিছুটা সমস্যায় পড়তে হয় মুসলিম জঙ্গি সংগঠনটিকে। এরপর কিছু দিন চুপচাপ থাকার পর, ফের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর