বাংলা হান্ট ডেস্কঃ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জন্মবার্ষিকী। আজ এই ২৫শে বৈশাখে শুধু ভারত নয়, গোটা বিশ্বের মানুষই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছেন। তবে আজ খাঁখাঁ করছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি এবং শান্তিনিকেতন। করোনার জেরে লকডাউনে এবছর আর কথাও সারম্বরে পালিত হচ্ছে না কবিগুরুর জন্মদিন। তবে অনলাইনে কনসার্ট করে বিশ্ববিখ্যাত এই মানুষকে স্মরণ করছে সবাই।
১৮৬১ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করে রবীন্দ্রনাথ ঠাকুর। আর ১৯৩১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজ এই স্মরণীয় দিনে সবাই ওনাকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছেন। লকডাউন না থাকলে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন করা হত। কিন্তু বাধ সেধেছে করোনা। তাই আজকের দিনে সবাই ওনাকে মন থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন।
কবিগুরুর খ্যাতি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিশ্বের প্রতিটি দেশে কবিগুরুর অনুগামীরা আছে। আর আজকের দিনে ভারতের পরম মিত্র বলে পরিচিত ইজরায়েল (israel) থেকে এক অবাক করা ছবি দেখা গেলো। ভারত থেকে হাজার হাজার কিমি দূরে অবস্থিত এই দেশে কবিগুরু রবীন্দ্রনাথের নামে একটি রাস্তাও রয়েছে।
We honor #RabindranathTagore today and every day, as we named a street in Tel Aviv in memory of his valuable contribution to mankind. pic.twitter.com/ZH826Ot0aP
— Israel in India (@IsraelinIndia) May 7, 2020
ইজরায়েলের রাজধানী তেল আভিভে কবিগুরুর নামে এই রাস্তা হয়েছে। ভারতের ইজরায়েলি হাই কমিশন একটি ট্যুইট করে এই তথ্য দেয়। ট্যুইটে লেখা হয়, আমরা আজ এবং প্রতিটি দিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে সন্মান জানাই। আর সেই কারণে তেল আভিভ এর একটি জনপদ ওনার নামে উৎসর্গ করেছি।