বাংলা হান্ট ডেস্ক : হামাস-ইজরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই বিপুল সংখ্যক চাকরির খবর নিয়ে এসেছে ইজরায়েল (Israel)। ভালো বেতনের পাশাপাশি নানাবিধ সুযোগ সুবিধা দিচ্ছে দেশটি। এইসব পদে যোগ দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে লোকজন পাড়ি দিচ্ছে ইজরায়েলে। নিয়োগ কেন্দ্রের বাইরে হাজারো মানুষের ভিড়। সূত্রের খবর, NSDCI অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনালের তরফ থেকে পরিচালনা করা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া।
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া সূত্রে খবর, ৩১ জানুয়ারি পর্যন্ত ৫৬০০ জনের বেশি নিয়োগ সম্পন্ন হয়েছে। এর আগে একবার ১০ হাজার দক্ষ শ্রমিক চেয়ে বিবৃতি জারি করেছিল ইজরায়েল। ভারত থেকেও শ্রমিক চেয়ে পাঠিয়েছিল দেশটি। মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, হরিয়ানা, পাঞ্জাব, ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে হাজার হাজার শ্রমিক ইজরায়েল যাওয়ার জন্য প্রস্তুত।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের এই চাকরি প্রসঙ্গে এক ব্যক্তি বলেন, ‘এখানে তিনি ১২ ঘন্টা কাজ করে কোনোরকমে ১০০ টাকা উপার্জন করেন।’ এমন পরিস্থিতিতে ইজরায়েল তাকে মোটা বেতন দিলে তিনি সেই কাজ করতে প্রস্তুত। তার কথায়, এটি ভারতের জন্য একট বড় সুযোগ। এত ভালো বেতন পেলে তিনি অনেক কিছু করতে পারবেন।
আরও পড়ুন : মদত জোগাচ্ছে যোগী প্রশাসন, জ্ঞানবাপীতে পুজো রুখতে সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষ, কী বলছে শীর্ষ আদালত?
তিনি জানান, বাড়িতে তার তিন অবিবাহিত বোন রয়েছে। তাদের বিয়ে দেওয়ার দায়িত্ব তার উপরেই। এমন পরিস্থিতিতে ইজরায়েল তাকে সুযোগ দিলে তিনি সেই কাজ করতে প্রস্তুত। প্রসঙ্গত উল্লেখ্য, ইজরায়েল এই মুহূর্তে নির্মাণ কাজে দক্ষ এমন শ্রমিক নিয়োগ করছে। অর্থাৎ প্লাস্টার, কাঠের কাজ, নির্মাণ কাজে দক্ষ এমন শ্রমিকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
কত বেতন পাবেন?
সূত্রের খবর, দক্ষ শ্রমিকদের মাসিক বেতন হবে প্রায় ১.৩৭ লক্ষ টাকা। কাজ পছন্দ হলে বোনাস হিসেবে মিলবে ১৬৫১৫ টাকা। এছাড়াও চিকিৎসা বীমা, খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করবে ইজরায়েল। এইদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে ভারত শুধু ইসরায়েলকেই নয়, অন্যান্য দেশকেও দক্ষ কর্মী দিতে প্রস্তুত।