মুখ পুড়ল পাকিস্তানের, মুম্বাই হামলার স্মৃতিচারণে স্মারক বসাবে ইজরায়েল

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) পাশে সর্বদা দাঁড়িয়ে থাকা বন্ধু দেশ ইজরায়েল (Israel) নিল এক বড় সিদ্ধান্ত। যা দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করে তুলল। ইজরায়েল সরকার সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের মুম্বাই হামলার স্মৃতি চারণ করে ইজরায়েলের এলাশ শহরে একটি স্মারক স্থাপন করা হবে।

এলাশ শহরের সিতার অর্গানাইজেশনের পদাধিকারীরা জানিয়েছেন, এই বিষয়ে এলাশ শহরের মেয়রের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে এবং স্মারক বানানোর অনুমতিও দেওয়া হয়েছে। তিনি জানান, এখানে ভারত ইজরায়েল ফ্রেন্ডশিপ স্কোয়ার অথবা মহাত্মা গান্ধী স্কোয়ার স্থাপনের বিষয়েও আলোচনা চলছে। সম্প্রতি সিতার অর্গানাইজেশনের তরফ থেকে মুম্বাই হামলায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Taj Mahal Hotel Mumbai attack.jpg.image .845.440

২০০৮ সালের মুম্বাই হামলার ঘটনা গোটা দেশকে আতঙ্কিত করে তুলেছিল। এই ঘটনায় ইজরায়েলের অনেক বাসিন্দাও মারা গিয়েছিলেন। যার মধ্যে এক দম্পতি মারা গেলেও তাদের ২ বছরের সন্তান প্রাণে বেঁচে গিয়েছিলেন। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ইজরায়েলী বাচ্চাটিকে একতি চিঠিও লেখেন।

চিঠিতে প্রধানমন্ত্রী মোদী সেই ইজরায়েলী বাচ্চা মোষেকে লেখেন, ‘তোমার গল্প সকলকে প্রেরণা দেয়। এটি একপ্রকার মিরাক্কেল বলতে পার। আমি আশা করব তুমি সেই দুর্ঘটনার স্মৃতি ভুলে গিয়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করছ’।

888235 01 02 1

২০০৮ সালের ২৬ শে নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে আতঙ্কবাদী হামলায় ১৬৬ জন মানুষ প্রাণ হারান এবং ৩০০-এরও বেশি মানুষ আহত হন। পাশাপাশি এই মুম্বাই হামলায় পাকিস্তানী আতঙ্কবাদীরা ইহুদীদের চবার হাউসকেও টার্গেট করেছিল। যার ফলে ৬ জন ইহুদীর মৃত্যু হয়েছিল। এই হামলায় পাকিস্তানী আতঙ্কবাদী কাসেভ এবং আরও ১০ জন আতঙ্কবাদী প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র সহ সেখানে হামলা করতেই গিয়েছিল। সুরক্ষা কর্মীদের হাতে ৯ জন আতঙ্কবাদীর মৃত্যু হলেও মূল অভিযুক্ত কাসেভকে জীবন্ত ধরা হয়েছিল এবং পরবর্তীতে তাঁকে ফাসি দেওয়া হয়।


Smita Hari

সম্পর্কিত খবর