অশ্লীল, প্রোপাগান্ডা মূলক একটা ছবি! ভরা মঞ্চে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর নিন্দায় মুখর ইজরায়েলি পরিচালক

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আট মাস পরেও চর্চায় ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বলিউডের কঠিন সময়ে দেবদূতের মতো ব‍্যবসায় জোয়ার এনেছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি। বছরের প্রথম ব্লকবাস্টার হিট ছিল দ‍্য কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া অত‍্যাচার ও গণহত‍্যার বাস্তব ঘটনা তুলে ধরার জন‍্য প্রশংসায় বন‍্যায় ভেসেছিলেন পরিচালক এবং কলাকুশলীরা। কিন্তু এবার সমালোচনা জুটল কাশ্মীর ফাইলসের কপালে। তাও আবার ভরা মঞ্চে।

সদ‍্য শেষ হল ৫৩ তম ইন্টারন‍্যাশনাল ফিল্ম ফেস্টিভ‍্যাল অফ ইন্ডিয়া। কিন্তু সোমবার অনুষ্ঠানের শেষ দিনে বিতর্ক তৈরি হয়ে স্মরণীয় হয়ে রয়ে গেল এ বছরের ফেস্টিভ‍্যাল। শেষ দিন জুরি প্রধান ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড সর্বসমক্ষে সমালোচনা করেন বিবেক পরিচালিত ছবি।

Vivek Agnihotri for The Kashmir Files 2
তিনি বলেন, ‘১৫ তম ছবি, দ‍্য কাশ্মীর ফাইলস দেখে আমরা সকলেই বিরক্ত এবং বিস্মিত। আমাদের মনে হয়েছে এটা একটা প্রোপাগান্ডা, অশ্লীল ছবি, যা এমন একটি সম্মানজনক ফিল্ম ফেস্টিভ‍্যালের শৈল্পিক প্রতিযোগিতার অংশগ্রহণের জন‍্য উপযোগী নয়।’ সঙ্গে তিনি আরো বলেন, মঞ্চে সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করায় তাঁর কোনো দ্বিধা নেই কারণ তাঁর মতে, শিল্পের ক্ষেত্রে সমালোচনাও সমান গুরুত্বপূর্ণ। আর ফেস্টিভ‍্যালের আয়োজনও করা হয় সেই কারণেই।

অবশ‍্য এটা প্রথম বার নয়। ভারতের বাইরে একাধিক দেশে বিতর্ক দানা বেঁধেছে কাশ্মীর ফাইলসকে নিয়ে। সিঙ্গাপুরে ছবিটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল, কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন‍্য এক তরফা ভাবে মুসলিমদের দায়ী করা হচ্ছে।

ভারতে অবশ‍্য কাশ্মীর ফাইলস ব‍্যাপক সাড়া ফেলেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরা প্রশংসা করেছিলেন এবং ছবিটি দেখার জন‍্য উৎসাহ দিয়েছিলেন। বিজেপি শাসিত একাধিক রাজ‍্যে টিকিট করমুক্ত ঘোষনা করা হয়েছিল দ‍্য কাশ্মীর ফাইলসের।

Niranjana Nag

সম্পর্কিত খবর