বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েল এবং ভারতের (India) মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেঞ্জামিন নিতানিয়াহুর (Benjamin Netanyahu) বন্ধুত্ব বহুবার আন্তর্জান্তিক মহলে চর্চার বিষয় হয়েছে। তবে সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর পুত্র ইয়ার নিতানিয়াহুর এক কর্মকান্ডের জেরে ভারত এবং ইজরায়েলের মধ্যে এক নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
কিছুদিন আগে ইয়ার নিতানিয়াহু তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছিলেন। যে ছবিতে ভারতীয় হিন্দুদের আরাধ্য দেবী মা দূর্গার একটি ছবিতে, ফটোশপের মাধ্যমে মা দূর্গার মুখের বদলে ল্যাট বেইন অরির মুখ বসানো ছিল।
সূত্র মারফত জানা গেছে, এই ছবিতে থাকা ল্যাট বেইন অরি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর বিপক্ষে রয়েছেন। ল্যাট বেইন অরির উপর বর্তমানে ভ্রষ্টাচারের মামাল চলছে। তাই তাঁকে নিয়ে এরকম একটি ছবি শেয়ার করেছিলেন বেঞ্জামিন পুত্র ইয়ার নিতানিয়াহু।
ইয়ার নিতানিয়াহু তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করার পর ভারতীয়দের মধ্যে নিন্দার ঝড় ওঠে। বাড়তে থাকা বিবাদের মধ্যে চট করে নিজের করা পোস্ট ডিলিট করে দেয় ইয়া নিতানিয়াহু। সেইসঙ্গে ভারতীয় হিন্দুদের থেকে ক্ষমা চেয়ে একটি ট্যুইট করেন।
পরবর্তী ট্যুইটে ইয়ার নিতানিয়াহু বলেন, ‘আমি আমার একটি পোস্টে ইজরায়েলের রাজনৈতিক আলোচনার পরিপ্রেক্ষিতে একটি মিম শেয়ার করেছিলেন। কিন্তু আমি জানতাম না যে ছবিটা আমি দিয়েছি, তাঁর সাথে হিন্দু ধর্মাবলম্বীদের কোন আধ্যাত্মিকতা জড়িয়ে আছে’।
ক্ষমাপ্রার্থী ইয়া নিতানিয়াহু
তিনি আরও বলেন, ‘যখনই আমি আমার ভারতীয় বন্ধুদের থেকে এই ছবির বিষয়ে জানতে পারি, তখনই আমি এই ট্যুইটটি ডিলিট করে দিই। আমি এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে ভারতীয় হিন্দুদের কাছে আমি ক্ষমা চাইছি’। সেই সঙ্গে তিনি বলেন, ‘আমি ভারতকে ভালোবাসি, জয় হিন্দ’।