বাংলাহান্ট ডেস্কঃ চাঁদের (Moon) পর এবার সূর্যের (Sun) উপর নজর পড়েছে ইসরোর (ISRO)। চন্দ্রযানের পর এবার সূর্যযানের পালা। এই পরিকল্পনা সফল হলে সূর্যে পাড়ি দেওয়া প্রথম দেশ হবে ভারত (India)। আদিত্য L1 (Aditya L1) মিশনের মাধ্যমে সূর্যে পাড়ী দেওয়ার চিন্তা ভাবনা করছে ইসরো।
চাঁদের পরে ইসরোর পরবর্তী লক্ষ্য হল সূর্য। ইসরোর টেলিমেট্রি ট্রাকিং এন্ড কমান্ডের নির্দেশক কে শিভান (K Shivan) এই বিষয়টি সম্পর্কে প্রথমে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, সূর্যে চারপাশের সৌরঝড় সম্পর্কে বিস্তর জানার জন্য এই আদিত্য L1 মিশন লঞ্চ করা হবে। আদিত্য L1 কে পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিমি দূরে পাঠান হবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪ কোটি ৮১ লক্ষ ৪০ হাজার কিমি। এই আদিত্য L1 পৃথিবী থেকে ১৫ লক্ষ কিমি দূরে থেকে সূর্যের সৌরঝড় সম্পর্কে তথ্য দেবে।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই আদিত্য L1 যানকে লঞ্চ করার ব্যবস্থা করা হচ্ছে। এই আদিত্য L1 যানের অরবিটাল সময় ১৭৮ দিন হবে। এই সূর্যযান আদিত্য L1 সৌরমণ্ডলের ফোটোস্ফেয়ার, ক্রোমোস্ফেয়ার এবং তেজমন্ডলের অধ্যায়ন করেব। এর পাশাপাশি সূর্যের বিকিরণেরও তথ্য দেবে।
ইসরো ভারতকে আরও শক্তিশালী দেশ হিসাবে বিশ্বের দবরবারে তুলে ধরতে চাইছে। সূর্যযানের পাশাপাশি চন্দ্রযান ৩ এর কাজও জোরকদমে চলছে। আবার ভারতের প্রথম মানব মহাকাশযানেওর কাজ চলছে দ্রুততার সঙ্গে। ২০২০-২০২১ সালের মধ্যে এই মানব মহাকাশযানও সম্পূর্ন তৈরি হবে বলে জানা গিয়েছে। এই যানে দুজন মানুষ থাকবেন। ভারত এক মজবুত দেশ তৈরির লক্ষ্যে রয়েছে। সেনা থেকে শুরু করে বিজ্ঞান কোন অংশেই আর পিছিয়ে থাকতে চাইছে না ভারত।