মহাকাশ উড়ানে ভারতের ওপর ভরসা বাড়ছে বিশ্বের! শনিবার ISRO লঞ্চ করছে এই দেশের দু’টি স্যাটেলাইট

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই একের পর এক দৃষ্টান্ত স্থাপন করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organisation)। সেই রেশ বজায় রেখেই এবার শনিবার ISRO তার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) দিয়ে সিঙ্গাপুরের দু’টি উপগ্রহ উৎক্ষেপণ করবে বলে জানা গিয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণের আগে ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ গত শুক্রবার তিরুপতি জেলার সুল্লুরপেটা শহরের দেবী চেঙ্গালাম্মা মন্দিরে যান এবং সেখানকার ঐতিহ্যবাহী পুজোয় অংশ নেন। এদিকে, এই উৎক্ষেপণের পর ISRO-র কক্ষপথে পাঠানো সর্বমোট বিদেশি উপগ্রহের সংখ্যা হবে ৪২৪ টি।

সিঙ্গাপুরের স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO: উল্লেখ্য যে, শনিবার PSLV রকেট PSLV-C55 মারফত সিঙ্গাপুরের ৭৪১ কেজির স্যাটেলাইট TLEOS-2 এবং ১৬ কেজির লুমিলাইট-4 স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে। এই দু’টি স্যাটেলাইট ছাড়াও আরও সাতটি পেলোড থাকবে। যেগুলি রকেটের শেষ ধাপ PS4-এর অংশ হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ISRO PSLV রকেটের শেষ ধাপ PS4-এর ব্যবহার কক্ষপথে প্র্যাকটিক্যালের জন্য করে। একে PSLV অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল (POEM) বলা হয়।

স্যাটেলাইট ছাড়াও পাঠানো হবে পেলোড: ইতিমধ্যেই ISRO-র তরফে জানানো হয়েছে, সিঙ্গাপুরের এই দু’টি স্যাটেলাইট আলাদা হওয়ার পর পেলোডগুলি একটি কমান্ড দ্বারা পরিচালিত হবে। প্ল্যাটফর্মটিতে PS-4 ট্যাঙ্কের চারপাশে একটি সোলার প্যানেল লাগানো থাকবে। যা স্যাটেলাইট ইনস্টল করার পরে স্থাপন করা হবে। গ্রাউন্ড কমান্ডের মাধ্যমে এই সোলার প্যানেল স্থাপন করা হবে। প্ল্যাটফর্মটি নিশ্চিত করবে যে স্থাপন করা সোলার প্যানেলগুলি উপযুক্ত সান পয়েন্টিং মোড ব্যবহার করে সূর্যের দিকে মুখ করে আছে। যার ফলে প্ল্যাটফর্মে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে স্যাটেলাইট: ISRO জানিয়েছে যে, পেলোড এবং এভিওনিক প্যাকেজকে তাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হবে। PSLV-C55 রকেট আজ দুপুর ২.১৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণের ১৯ মিনিটের কিছু বেশি সময় পরে PSLV-C55 TLEOS-2 স্যাটেলাইটকে প্রদক্ষিণ করবে এবং ঠিক তারপরেই লুমিলাইট-4 এর অনুসরণ করবে।

pslvc55 sixteen nine

এখনও পর্যন্ত ৪২২ টি বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে: উল্লেখ্য যে, ISRO সম্প্রতি কর্ণাটকের চিত্রদুর্গে অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (ATR) একটি RLV অটোনোমাস ল্যান্ডিং মিশন (RLV-LEX) সফলভাবে পরিচালনা করেছে। পাশাপাশি, চলতি বছরের মার্চ মাসে ৩৬ টি OneWeb উপগ্রহ উৎক্ষেপণের সাথে সাথে ISRO এখনও পর্যন্ত ৪২২ টি বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এমতাবস্থায়, আজ এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর