বাংলাহান্ট ডেস্কঃ মাঝ সমুদ্রে যাতে মৎস্যজীবীরা দিক হারিয়ে না ফেলে সেই জন্য ইসরো (ISRO) নিয়ে এল এক অত্যাধুনিক ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে মাঝ সমুদ্রে হারিয়ে যাওয়ায় মৎজীবিরা সহজেই দিক নির্ধারন করতে পারবে। এতে করে ভারতীয় মৎস্যজীবীদের আর লাঞ্ছনার শিকার হতে হবে না।
শ্রীলঙ্কা এবং পাকিস্তানের লাগোয়া সিমান্তে মাছ ধরতে যাওয়ার সময় অনেক সময় মৎজীবিরা দিক ভুলে গিয়ে সেই দেশের সিমান্তে ঢুকে পড়ে। এর পর তাঁদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, এমনকি তাঁদের অনেক সময় কারাবাস পর্যন্ত হয়ে যায়। এদের কথা মাথায় রেখে ইসরো বানিয়ে ফেলল এমন এক ডিভাইস, যা ভারতীয় মৎস্যজীবীদের শনাক্ত করে তাঁদের ভারতীয় সিমান্তে ফিরে আসতে সাহায্য করবে।
সম্প্রতি নৌবাহিনির আধিকারিকরা সংসদীয় কমিটির কাছে এক রিপোর্ট পেশ করে বলেন, ভারতের আন্তর্জাতিক জলসীমা রয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে। এই সকল অঞ্চলে যেসব নৌকা যাবে তাতে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এই নৌকার উচ্চতা থাকবে ২০ মিটার বা তাঁর বেশি উঁচু। তবে যেসব লোকেরা বেআইনিভাবে আন্তর্জাতিক জলসীমায় ঢুকে পড়ে তাঁরা ২০ মিটারের কম নৌকা ব্যবহার করে। সেক্ষেত্রে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না।
আশা করা যাচ্ছে এতে করে কিছুটা হলেও এই বৈদেশিক সিমানা সক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে ইসরো এমন একটি মডিউল তৈরি করছে, যার মধ্যে ট্রান্সপন্ডার ব্যবস্থা থাকছে। এই ট্রান্সপন্ডারের মাধ্যমে এই সমুদ্রে অবতীর্ণ নৌকাগুলির গতিপথ এবং অবস্থান সম্পর্কে জানা যাবে। আবার তাঁদের সঙ্গে যোগাযোগও রাখা যাবে।