বাংলাহান্ট ডেস্ক : অবসর গ্রহণের দিন এগিয়ে আসছে ইসরোর (ISRO) চেয়ারম্যান (Chairman) এস সোমনাথের। এবার তাঁর পদেই অভিষেক ঘটবে আরেক বিখ্যাত বিজ্ঞানীর। ইতিমধ্যেই ইসরোর তরফে পরবর্তী চেয়ারম্যানের নাম জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নতুন ইরোর প্রধান হতে চলেছেন ভি নারায়ণন (V Narayanan)। নারায়ণন ইসরোর পাশাপাশি ভারত সরকারের মহাকাশ বিভাগের সচিব পদেরও দায়িত্ব নেবেন।
নতুন চেয়ারম্যান আসছে ইসরোতে (ISRO)
ক্যাবিনেটের নিয়োগ কমিটির আদেশ অনুসারে, ১৪ জানুয়ারিতেই ভি নারায়ণন বসবেন ইসরোর চেয়ারম্যানের চেয়ারে। সরকারি নির্দেশিকার বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভি নারায়ণন আগামী দু’বছর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (যেটা আগে হবে) এই ভূমিকায় কাজ করবেন। এছাড়াও, ভি নারায়ণন স্পেস কমিশনের চেয়ারম্যান পদও সামলাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, লিকুইড প্রোপালশান সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসেবে এই মুহূর্তে কাজ করছেন ভি নারায়ণন। ডিরেক্টর হওয়ার আগেও একাধিক গুরুত্বপূর্ণ পদেও তিনি থেকেছেন। রকেট এবং মহাকাশযান চালনায় প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে দেশের এই বিশিষ্ট বিজ্ঞানীর। ১৯৮৪ সালে ইসরোতে (Indian Space Research Organisation) যোগদান করা ভি নারায়ণন একজন রকেট এবং স্পেসক্রাফট প্রোপালশন বিশেষজ্ঞ।
আরোও পড়ুন : কলকাতার রাস্তায় আর চলবে না হলুদ ট্যাক্সি? সংগঠনের সঙ্গে বৈঠকে পরিবহণমন্ত্রী বললেন…
সাউন্ডিং রকেট এবং অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এএসএলভি) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর প্রোপালশন নিয়ে তিনি নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। অ্যাবলেটিভ নজল সিস্টেম, কমপোজিট মোটর কেস এবং কমপোজিট ইগনাইটার কেসগুলির প্রক্রিয়া পরিকল্পনা, প্রক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, ভারতের এই বিখ্যাত বিজ্ঞানের কেরিয়ার গ্রাফও রীতিমতো ঈর্ষণীয়। ক্রায়োজেনিক ইঞ্জিনের উপরে এমটেক ডিগ্রি অর্জন করেছেন নারায়ণন। এমটেকে তিনি ব্যাচে প্রথম হয়েছিলেন। শুধু তাই নয়, খড়গপুর আইআইটি (IIT) থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া তাঁকে স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করে।